আমি ছাই ইসলামকে যানতে। তাই এখানে যোগদিয়েছি
আস্সালামুআলইকুম,
সকল মুসলিম ভাই-বোন কে জানাচ্চি যে, ১৩ সাবান অথাৎ, ২৬/০৭/২০১০ দিবা গত রাত পবিএ সবে বারাত।
সবাই মিলে মহান আল্লাহর পাক দরবারে নিজের গুনাহ, মা-বাবার গুনাহ, এমনকি পাডা প্রতিবেশি, আত্তিয় স্বজন, ভাই-বোন, সকলের গুনাহের জন্য ক্ষমা প্রাথনা এবং নিজের ভাগ্য, দেশের - দেশের মানুষের, তথা বিশ্বের মুসলমান যরা জীবিত কিংবা মৃত সকলের জন্য দোয়া করুন।
আল্লাহ পাক সকলকে এই মহা পবিএ রাতের প্রতিটি মহুত্তের রহমত, ক্ষমা, বরকত, আদায় করার তওফিক দান করুন।
আর
সবাই দোয়াতে আমি হতভাগার কথাও এক বার স্বরন কোরবেন।
আমিন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।