আমাদের কথা খুঁজে নিন

   

অচল ভবিষ্যত

আমি ধর্মভীরু - একাকী ঘরে থেকে প্রদীপের সল্তেটা বদলাই,

অত্যাধুনিক সভ্যতার দান কিছু নির্লজ্জ বেহায়াপনা ঘূ্র্নীলগ্নে হামাগুড়ি দেয় ম্রিয়মান ভবিষ্যৎ, কালের খেয়ায় পালতুলে জলশূণ্য তরী লক্ষ্যভ্রষ্টের ধূলি গায়ে মাখে দূর্গম কান্ডারী। একদিন সবছিলো এ জনারণ্যে আজ কিইবা আছে সবকিছুই যেনো অবান্তর কৃত্রিমতায় ঠাসা। মানুষকে ঘিরে আজ কুত্সিত বৈচিত্রের রং, অন্তরে নিরেট ঘাঁ বাইরে চলন্ত অচলায়তন। ভয় হয় একদিন সবার আবেগ যদি শূন্যতে পৌছে, মানুষ নামের তথাকথিত অদ্ভুত প্রানীর রাজত্ব চলবে। ভাবনার সময় এখনো পেরোয়নি বদলাবার সময় এখনই চলো বদলে যাই। মাসুদ পারভেজ অপু ২৬শে জুলাই ২০১০ দুপুর ২টা ৫৯ মিনিট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।