আমাদের কথা খুঁজে নিন

   

৭৫ টি রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান বেসরকারীকরণ করেছে বর্তমান কমিশন

শানিত কর সংস্কৃতির চেতনায়

ঢাকা নিউজ 24 ডট কম, ঢাকা (২৬ জুলাই ২০১০)] প্রাভেটাইজেশন কমিশনের বর্তমান চেয়ারম্যান দায়িত্ব নেয়ার পর ৭৫ টি রাষ্ট্রায়ত্ব শিল্প প্রতিষ্ঠান বেসরকারীকরণ করা হয়েছে। এছাড়া আরও ২৩ টি প্রতিষ্ঠান বেসরকারীকরণ করার প্রক্রিয়াধীন আছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ঘোষণা দেয় আর কোনো প্রতিষ্ঠান বেসরকারী করা হবে না। কিন্তু চলমান অর্থনৈতিক মন্দার কারণে সরকারের লোকসান দেয়া প্রতিষ্ঠানগুলো বেসরকারী খাতে ছেড়ে দিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৪টি প্রতিষ্ঠান লাভজনক ভাবে চালু রয়েছে বলে কমিশনের সমীক্ষা প্রতিবেদনে বলা হয়।

জরাজীর্ণ যন্ত্রপাতি ও বিভিন্ন সীমাদ্ধতার কারণে বাকী প্রতিষ্ঠানগুলো চালু করা সম্ভব হয়নি। এর মধ্যে চুড়ান্ত ভাবে বন্ধ রয়েছে ১৫ টি প্রতিষ্ঠান। হস্তান্তরিত ৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৫ টি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিক্রয় মুল্য প্রযোজ্য ছিল। তার মধ্যে ৬২ টি প্রতিষ্ঠান বিক্রয় মূল্য পরিশোধ করেছে। ১টি প্রতিষ্ঠান মামলাজনিত কারণে আংশিক বিক্রয় মূল্য পরিশোধ করেছে তারপর আর করেনি।

২ টি প্রতিষ্ঠান প্রাথমিক কিস্তির পর বিক্রয় মূল্য পরিশোধ করছে না। বাকী ১০টি প্রতিষ্ঠানের মধ্যে ২টি সেনা ও নৌ বাহিনীর কাছে হস্তান্তরিত করা হয়েছে যেখানে কোনো বিক্রয়মূল্য প্রযোজ্য ছিল না। বেসরকারীকরণের পূর্বে সংশ্লিষ্ট ৭৫ টি প্রতিষ্ঠানে মোট জনবল ছিল ৩১ হাজার। বেসরকারীকরণের পর জনবল বৃদ্ধি পেয়ে ৯০ হাজারে উন্নীত হয়েছে। হস্তান্তর করার সময় এসব প্রতিষ্ঠানের অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ ছিল।

যা প্রায় ২ থেকে ১০ বছর মেয়াদে বন্ধ ছিল। প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে শ্রমিক, কর্মচারী কম ছিল। ঢাকা নিউজ 24 ডট কম/এআর.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।