সব থাকতেও খুবই একাকী........
ক্লাশ শেষে বাসায় ফিরবো,অটো বাইকে উঠলাম,সহযাত্রী পেলাম এক পুলিশ ভাইকে । আমার পাশের সিটেই বসা,হাতের সিগারেটে অনবরত সুখটান দিয়েই চলছেন ! তাহার সুখটানের ধূম্রসুখের ফলাফলে আমার শ্বাসবন্ধের উপক্রম,কারন ধূমপান করিনি জীবনে,করবো না এ শপথ নিয়েছিলাম । তিনি একজন পুলিশ , শুনছিলাম এদেশে একটি আইন হয়েছে প্রকাশ্যে ধূমপানে নাকি জরিমানা ৫০টাকা ! কে আদায় করবে? ওই পুলিশ ?? বাষ্টার্ডগুলা ?? আমাদের টাকায় ওদের পোষা হয় । কি করা দরকার ওদের ???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।