আমাদের কথা খুঁজে নিন

   

অন্য রকম মজার তিনটি মুভি ............ ( পর্ব - ১ ) ( ডাউনলোড লিঙ্ক সহ )

রেস্টে আছি আপাতত পোস্টানি বন্ধ :D

এই পোস্টের "নাম তিনটি হাসির মুভি" রাখতে চেয়ে ছিলাম কিন্তু সিদ্ধান্ত বদল করলাম । কারনটা মুভিগুলা দেখলেই বুঝতে পারবেন । মুভি গুলার থিম যেমন ইউনিক , তেমনি খুব মজার , আশা করি সবাই দেখে খুব আনন্দ পাবে । 1. Stuck On You (2003) : তথ্য জানতে ডাউনলোড লিঙ্কস, টরেন্ট লিঙ্ক স্টেজভু লিঙ্ক বব টেনর ( ম্যাট ডেমন ) আর ওয়াল্ট টেনর (গ্র্যেগ কিনার )দুই জমজ ভাই যাদের পেটের কাছে জোড়া লাগানো । কিন্তু তাই বলে তো তাদের জীবন থেমে থাকতে পারেনা ।

দুইভাই মিলে একটি রেস্টুরেন্ট চালায় । ওয়াল্টের ইচ্ছা অভিনেতা হবে আর তাই আসতে হল লস এঞ্জেলস এ কিন্তু শরীরের লাগানো আরেকজনকে নিয়ে তো অভিনয় হয়না, আবার অপারেশন করলে তাদের একজনের মৃত্যু হতে পারে । এই টানা পোড়েন এর মধ্যে তারা সিদ্ধান্ত নিল অপারেশন করবে । অপারেশন সফল হল , দুইজনই এখন আলাদা ভাবে ঘুরতে পারে , কিন্তু যার সাথে সারা জীবন কাটালো তাকে ছাড়া কি ভাল লাগে ! আমার অন্যতম প্রিয় নায়ক ম্যাট ডেমন । ছবিটি আপনাদের ভাল লাগবে অবশ্যই ।

2. Swing Vote ( 2008 ) : তথ্য জানতে ডাউনলোড লিঙ্ক, টরেন্ট লিঙ্ক স্টেজভু লিঙ্ক এই ছবিটি দেখার সময় ব্যাপক মজা পাইছিলাম । ছবিটির থিমটি সুন্দর । বাড জনসন ( কেভিন কস্টনার ) আলসে টাইপের লোক । তার ফিফথ গ্রেডে মেয়ে মলি জনসনকে ( মেডলিন কেরল ) নিয়ে নিউ মেক্সিকো থাকে । সামনে নির্বাচন , কিন্তু বাডের তাতে তোয়াক্কা নেই , ভোট দিয়ে কি হবে , আর এদিকে ছোট মেয়ে মলি ঠিক তার বিপরীত ।

বাবাকে ভোট দেয়ানোর জন্য অনেক অনুরোধ করলেও বাড ভোট দিতে গেল না । ভোট গ্রহন প্রায় শেষ তখন মেয়ে লুকিয়ে বাবার কার্ড নিয়ে নিজেই ভোট দিতে গেল, কিন্তু শেষ করতে পারল না , বরং তার কার্ড নাম্বার রয়ে গেল ভোট মেশিনে । পরদিন সকালে দেখা গেল , দুই প্রার্থি সমান সমান ভোট পেয়েছে , শুধু একটি ভোট পাওয়া বাকি, আর তা হল বাড জনসনের । দুই ভোট প্রার্থিতো তাকে নিয়ে উঠে পড়ে লাগল । একজন গাড়ি দিতে চায় তো আরেক জন বাড়ি দিয়েই ফেলে ।

এদিকে মেয়ের ইচ্ছা অন্য রকম জনগন থেকে সমস্যার কথা লিখে যে সব চিঠি আসছে তার বাবা তা পড়ুক আর প্রার্থিদের থেকে সেগুলো সমাধান করার প্রতিস্রুতি নিক , তারপর যাচাই বাছাই করে ভোট । বাড পড়লেন বিপদে , একদিকে লোভনীয় প্রস্তাব , আর অন্যদিকে মেয়ের মন রাখা । 3. Big (1988) : তথ্য জানতে ডাউনলোড লিঙ্ক, স্টেজভু লিঙ্ক টরেন্ট লিঙ্ক জোস বাসকিন ( টম হ্যাঙ্কস ) এক মেলায় গিয়ে ইচ্ছা পুরন মেশিনের কাছে বড় হওয়ার ইচ্ছা করল । পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখল সে সেই ছোট ছেলেটি নেই , বড় হয়ে গেছে , কিন্তু এ কথা কাকে বিশ্বাস করাবে । বাবা মা তো বিশ্বাস করলইনা শেষ পর্যন্ত তাকে পালিয়ে আসতে হল ঘর থেকে ।

বহু কস্টে ছোট বেলার বন্ধু বিলিকে বিশ্বাস করাতে পারল , কিন্তু এখন কি করবে , সেই ম্যাজিক মেশিন খুজে বার করতে হবে , কিন্তু ততদিন তো তাকে চলতে হবে । শুরু করল চাকরীর খোজা, পেয়েও গেল । ইচ্ছা পুরন মেশিনের খোঁজ যখন পেল তখন আবিস্কার করল তাকে ছেড়ে যেতে হবে এই কয়দিনে তৈরী করা ক্যারিয়ার...................................। এই ছবিটি দিয়েই প্রথম টম হ্যাঙ্কস ব্যাপক ভাবে পরিচিতি পেয়েছিলেন । ছবিটি আপনাদের ভাল লাগবে ।

আমার দেয়া যত মুভি রিভিউ পোস্ট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।