তাশফী মাহমুদ
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় চার নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লাকে আটকের জন্য আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আবেদন জানানো হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে আইনজীবী সংস্থা আবেদনটি ট্রাইব্যুনালে উপস্থাপনের জন্য রেজিস্ট্রারের কাছে জমা দিয়েছে। আইনজীবী সংস্থার প্রধান গোলাম আরিফ টিপু সাংবাদিকদের এ তথ্য জানান।
পুরোনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে গোলাম আরিফ টিপু সাংবাদিকদের বলেন, এই চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আইনসিদ্ধ ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। এটি একটি বিবিধ আবেদন (মিক্সড পিটিশন)।
এঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন এ জন্য করা হয়েছে যে যাতে যথার্থ ও সুষ্ঠু তদন্ত করা যেতে পারে এবং তদন্তকাজে তাঁরা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে।
এঁদের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ চাওয়া হয়েছে—জানতে চাইলে গোলাম আরিফ টিপু বলেন, এঁদের যাতে আটক রাখা হয় এবং এঁরা যেতে পালিয়ে যেতে না পারেন।
পল্লবী থানার মামলায় এই চারজনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন করা হয়েছে কি না—জানতে চাইলে আইনজীবী সংস্থার প্রধান বলেন, ‘পল্লবীর কেস নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। আমাদের বিবেচনার বিষয় একাত্তরে সংগঠিত হত্যা, লুণ্ঠন, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধ। ’ তিনি জানান, এঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন প্রাথমিক পদক্ষেপ।
বিষয়টি নিয়ে এখন সামনে এগিয়ে যাওয়া হবে।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।