আমাদের কথা খুঁজে নিন

   

ক.পে. পোষ্ট: অ্যালকোহল পানে নারী-প্রকৌশলীর মৃত্যু

গর্বিত আমি, জন্মেছি এদেশে....(বরিশালে)

রাজধানীতে গতকাল শনিবার এক নারী-প্রকৌশলীর মৃত্যু হয়েছে। অতিরিক্ত অ্যালকোহল পানে তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। ওই নারী-প্রকৌশলীর পারিবারিক সূত্র জানায়, ১ জুলাই তিনি চাকরির খোঁজে ঢাকার লালমাটিয়ার ডি ব্লকের মহিলা হোস্টেলে ওঠেন। শুক্রবার এক বান্ধবীর সঙ্গে তিনি হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিটের তাঁদের বন্ধুর বাসায় যান। তাঁরা রাতে ওই বাসায় চার বন্ধু মিলে অ্যালকোহল পান করেন।

এঁদের মধ্যে ওই নারী-প্রকৌশলীসহ তিনজনই অসুস্থ হন। এরপর প্রথমে তাঁদের ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁদের ঢাকা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল দুপুরে ওই নারী-প্রকৌশলী মারা যান। তাঁর এক বন্ধু ও বান্ধবীকে স্বজনেরা অন্য হাসপাতালে নিয়ে যান।

মৃত নারী-প্রকৌশলীর বন্ধু হাসানুজ্জামান হাসপাতালে সাংবাদিকদের জানান, ওই নারী-প্রকৌশলী ও অসুস্থ দুজন তাঁর ঘনিষ্ঠ বন্ধু। তাঁর বাসায় সবাই এসে আনন্দ করতে অ্যালকোহল পান করতে চাইলে রেক্টিফাইড স্পিরিট (ইথাইল অ্যালকোহল) আনা হয়। পূর্ব অভিজ্ঞতা না থাকায় সবাই মাত্রাতিরিক্ত অ্যালকোহল পানে অচেতন হয়ে পড়েন। প্রথমে তিনি ভেবেছিলেন, অ্যালকোহল পানের পর এটি স্বাভাবিক প্রতিক্রিয়া। পরে ভোরের দিকে বন্ধুরা ছটফট শুরু করলে তিনি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।

মৃতের এক আত্মীয় জানান, তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগ থেকে এবার পাস করেছেন। আহ: দেশটা কত্তো আগাইয়া গ্যাছে............। আমাদের মেয়েরা এখোন রেকটিফাইড স্পিরিট পযর্ন্ত খায়.........(আমি জীবনে একবার একটু খেয়ে কানে ধরছি)....তাও বন্ধুর বাসায় সারা রাত থেকে........। অবশ্যই যে মারা গেছে তার আত্মার মাগফিরাত কামনা করি..............কিন্তু আমাদের প্রজন্ম.........সমাজব্যাবস্থা দিনে দিনে যে পথে যাচ্ছে..........বড়ই শংকিত.....কি আসছে সামনে........।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।