বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্উক, হে ভগবান।রবীন্দ্রনাথ
বুদ্ধকে নিয়ে আজও বাঙালি পড়ুয়ার আগ্রহের যেন অভাব নেই। আজ থেকে ২৫০০ বছর আগে বুদ্ধ যখন প্রাচীন বাংলায় জীবন ও জগৎ সম্বন্ধে তাঁর উপলব্দির কথা বলতে এসেছিলেন - তখনও তাঁর প্রতি প্রাচীন বাংলার অধিবাসীদের আগ্রহের বিন্দুমাত্র কমতি ছিল না; এর পর কেটে গেছে হাজার বছর। বুদ্ধের জীবনী ও দর্শন নিয়ে রচিত হয়েছে হাজারও গ্রন্থ। Jane Hope এবং BorinVan Loon এর লেখা INTRODUCING Buddha সেরকমই একটি বই।
সত্যি বলছি, বুদ্ধকে নিয়ে ছবিওয়ালা আর সহজ ভাষায় লেখা এমন বই সত্যি বিরল।
Jane Hope এবং BorinVan Loon এর লেখা (১০ মেগাবাইট পিডিএফ) INTRODUCING Buddha বইটির ডাউনলোড লিঙ্ক
http://www.mediafire.com/?3c13na61fg6q22x
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।