আমাদের কথা খুঁজে নিন

   

গীতি-কবিতা-১২

স্বপ্ন দেখি সীমাহীন

লক্ষ কথার ঝর্ণা নিয়ে তোমার কাছে মন ছুটে যায় একটিও তার হয় না বলা তোমার নীরব অবহেলায় অনেক কথার মূখরতা এমনি করে হারিয়ে যায় বললে তুমি শোন না তা লাভ কি বলে মিছে তোমায় কথার কথা বলে তুমি কিছু কথা উড়িয়ে দাও বুঝেও না বুঝে তুমি কিছু কথা এড়িয়ে যাও অনেক কথার মূখরতা এমনি করে হারিয়ে যায় বললে তুমি শোন না তা লাভ কি বলে মিছে তোমায় এক জীবনে যায় না বলা জমে আছে এত কথা সাত সুরেও যায় না গাঁথা মনে জমা এত ব্যথা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।