আমাদের কথা খুঁজে নিন

   

গীতি-কবিতা-১১

স্বপ্ন দেখি সীমাহীন

তোমার আমার মন শেষ বিকেলের রৌদ্র ছায়ার নিবিড় আলিঙ্গন তোমার আমার মন ঘাস-ফড়িং এর লুটোপুটি সুখের শিহরণ কেউ জানে না কবে কখন দু'টি মনের লেনা-দেনায় ডুবে গেছি শুধু দু'জন তোমার আমার মন নদীর বুকে সূর্য ডোবা রঙের আবরণ তোমার আমার মন দিনের শেষে ঘরে ফেরা পাখিদের গুঞ্জন কেউ জানে না কবে কখন দু'টি মনের লেনা-দেনায় ডুবে গেছি শুধু দু'জন তোমার আমার মন রাতের আকাশ তারায় তারায় মিষ্টি আলাপন তোমার আমার মন সারা নিশি চোখের পাতায় স্বপ্নেরই বুনন কেউ জানে না কবে কখন দু'টি মনের লেনা-দেনায় ডুবে গেছি শুধু দু'জন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।