আমাদের কথা খুঁজে নিন

   

গীতি-কবিতা-১০

স্বপ্ন দেখি সীমাহীন

অপেক্ষায় থেকো বৃষ্টি হয়ে নামবো আমি আঁচল পেতে রেখো অপেক্ষায় থেকো রোদ্দুর হয়ে আসবো আমি মুঠো খুলে রেখো চোখের তারায় স্বপ্ন এঁকো স্বপ্নের রং স্বপ্নে মেখো অপেক্ষায় থেকো অপেক্ষায় থেকো অভিমানী মন হারানো দূর আকাশ পানে অপেক্ষায় থেকো সকালবেলার আলসেমীতে সুখ-পাখির গানে অপেক্ষায় থেকো গোধূলীর মন-উদাসী আলো-আঁধারে অপেক্ষায় থেকো ভালবাসার সুখ-পিয়াসী জল-নদীর ধারে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।