আমাদের কথা খুঁজে নিন

   

ঘুম অদূরে



এবার বড্ড ঘুম পাছে আমার,নিঝুম রাত শয্যার পাশে রাজ্যের ঊম ভরা কুসুম বধূ তারা জ্বলা আকাশের সমস্ত চারুকর্ম;দু'হাত বাড়ালেই বিস্তৃত আমার অনন্ত প্রেম;শুধু তোমার সমুজ্জল চিবুবের তলায় নিবিষ্ট। অনন্ত কাল ধরে আমি দেখছি তা- চৈতন্য ঘোরে নির্ঘূম রাত ফিরে ফিরে কেন অদূরে বসে রাখো দূরে।ভিন্ন অভিন্ন স্বপ্ন গুলো অতৃপ্ত বিষাদে যায় মরে এবার একটু ঘুম চাই;জেগে থাকার জন্য অরৈন্য সবুজ স্নিগদ্‌তার জন্য এবার নির্ঘাত বর্ষন চাই;বিষন্ন রদ্দুর নিপিড়ন ,দূর্ঘম মরুর তৃষ্ণার্ত খাঁ খাঁ এসো প্রিয় তমা সমস্ত দাবানল তলিয়ে দেব নিগূঢ বর্ষনে । ২৩ই জুলাই ২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।