আমরা মনে করি রাজাকারদের পুরো বাহিনীকে ধরনী থেকে নিশ্চিহ্ন না করা পয'ন্ত আমাদের যুদ্ধ থামানো যাবেনা-তাই সবার প্রতি আহবান, আসুন- নিজ বাড়িতে নব নব প্রজন্মকে উদ্ভুদ্ধ করি। মনে রাখবেন, পরিকল্পিত আর সংগঠিত বাংলা'র শক্তি অপ্রতিরূদ্ধ। এই লড়াইয়ে বিজয় আমাদের হবেই
আমি রুদ্র নই,
একফালি চাদও নই যে কবিতা'র জন্ম দিবো।
অদ্ভুত খেয়ালী এক মানুষ আমি।
আমি কবি নই,
কষ্টের ছন্দে কবিতা লিখি।
বিশ্বাস করো- আমি কবি নই।
আমি রাজপথে উত্তাল ঢেউয়ের মাঝে সম্মিলিত সামাজিক গোষ্ঠির এক জীবন্ত প্রানী
যেখানেই মানুষের সংগা আছে- আমি সেখানেই যাই ছুটে,
আবিরাম জোৎস্নায় তাই স্বাধীনচেতা কবিরা আমায় কবি বানিয়ে দিলে বিব্রত বোধ করি।
আবারো বিড়বিড়িয়ে বলি-
আমি মাইকেল ফোকাল্ট নই, দেহে AIDS জন্মায় নাই।
আমি রুদ্র নই-
দেহে সিফিলিস রোগের বাসা বাধে নাই।
কিন্তু হায়...
পূব'পুরূষের এ কোন অভিশাপ আমার দেহে বসত করে?
তাই আমি রুদ্র হতে চাই নাই-
আমি রুদ্র নই।
http://www.sachalayatan.com/nazrul_islam/25134
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।