কি লিখি তোমায়
গত কাল ছিল মৎস্য দিবস এই দিবস উপলক্ষে ntv খবরে মধ্যে মৎস্য চাষের প্রতিবেদন দেখাচ্ছে...
এই প্রতিবেদনে দেখায় এক খামারে জাল দিয়ে প্রচুর মাছ ধরা হচ্ছে..কিন্তু এ সকল মাছ-ই পিরানহা রাক্ষুসি মাছ.....
এই মাছ খুব দ্রুত বর্ধনশীল মাছ...এই মাছের জন্য অন্য মাছের খাবার দিতে হয় না। এই রাক্ষুসি মাছ জলাশয়ের ছোট ও বড় মাছ/প্রাণী এমন কি মানুষ কে পর্যন্ত আক্রমন করে থাকে যদি রক্তে পানিতে পরে (গন্ধ পায়) কোন খাদ্য না পেলে এরা দল বদ্ধ হয়ে নিজে দের আক্রমন করে।
পূর্বে এ মাছ দেশে আসে একুরিয়ামের শোখিন মাছ হিসাবে।এখন যেহেতু এ মাছ চাষ করতে তেমন কোন খরচ নাই- তাই এই মাছের চাষ বৃদ্ধি পাচ্ছে।এখন আমদের দেশের বিভিন্ন হাট /বাজারে এই মাছ সস্তায় চাইনিজ লাল বড় তেলাপিয়া বা লাল রুপচান্দা হিসাবে বিক্রি হচ্ছে....
আমাদের দেশের মিডিয়া , সংবাদ পত্র ও সরকার যদি পাবলিক কে শতর্ক না করে। উল্টো দায়িত্ব হীন ভাবে ভুল সংবাদ পরিবেশন করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।