আমাদের কথা খুঁজে নিন

   

ওয়েব ক্যম উবুনটু তে কাজ করল কিন্তু ...।

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

ওয়েব ক্যম উবুনটু তে কাজ করল কিন্তু ভিস্তা তে কাজ করল না। আমি নিজেও বেশ অবাক, ছোট সিডিতে ওয়েব ক্যমের য়ে সফ্টওয়্যরটি ছিল সেটি শুধু মাত্র "জানালা" র জন্য ছিল। উবুন্টু লিনাক্স এর জন্য নির্মাতা কোন সফ্টওয়্যর ই অন্তর্ভুক্ত করেনি। নির্মাতা লিনাক্স এর lsusb কমান্ড থেকে জানা যায় Z-Star Microelectronics Corp. ZC0301 Webcam, উইন্ডোজ সফ্টওয়্যরটি এই ৩০১ পি হিসেবে সন্ধান দেয়, সফ্টওয়্যর ইন্সটল ও করে, Device Manager এ গিয়ে জানা যায়, this device is working properly. কিন্তু সনাক্ত করেও কাজ করছে না। উবুন্টুতে রেজুলুশন অত ভাল না হলে ও Skype এর ভিডিও তে সহজে ই সনাক্ত করে কাজ করল। কারু কোন উইন্ডোজ ভিত্তিক ওয়েবক্যম সফ্টওয়্যার জানা থাকলে জানানোর অনুরোধ রইল। যদিও উইন্ডোজ শুধু প্রয়োজন হলেই ব্যবহার করি, উদাহরনসরুপ অটো ক্যড এর জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.