আমাদের কথা খুঁজে নিন

   

প্রথমস্বর (প্রথম দশকে পরিব্যাপ্ত ও বিকশিত কবিদের নির্বাচিত কবিতা)

নর্দমার রাত, হিরন্ময় তাঁত

০১. অবশেষে প্রকাশিত হলো প্রথমদশকে পরিব্যাপ্ত ও বিকশিত কবিদের নির্বাচিত কবিতা নিয়ে গ্রন্থিত সংকলনটি। নাম প্রথমস্বর। সংকলনটি প্রকাশিত হওয়ার কথা ছিলো অমর একুশে বইমেলা ২০১০ এ। কিন্তু নানাবিধ সমস্যা প্রধানত অর্থসংকটের কারণে যথা সময়ে বের করা যায় নি। ০২. ভুলবশত সংকলনটির চূড়ান্ত ফাইল থেকে ট্রেসিং বের করা হয় নি।

বিষয়টি আমরা টের পাই ছাপা হওয়ার পর। দেখা যায়, আমার লিখিত সম্পাদকীয়টি বাদ পড়েছে। সূচীপত্রে পৃষ্ঠা নাম্বার আসে নি এবং শেষ একজন কবির নাম বাদ পড়েছে। একজন কবির একটি কবিতার শিরোনাম উধাও। এবং কবি মনির ইউসুফ লিখিত সম্পাদকীয়টিতে একাধিক অসঙ্গতি, মানে বাদ দেয়া কিছু বাক্য থেকে গেছে এবং বানান বিভ্রাট।

এছাড়া টুকটাক আরো কিছু আমার চোখে পড়েছে। পরবর্তী মুদ্রণ যদি কখনো সম্ভব হয় এইসব সংশোধনের প্রচেষ্টা থাকবে। ০৩. আমরা ঠিক করেছিলাম যেইসব কবি আমাদের সংকলেনর জন্যে কবিতা দিয়েছেন প্রত্যেকের কাছে একটি করে কপি পাঠাবো। কিন্তু কবি মনির ইউসুফ যেহেতু সংকলনটির মুদ্রণখরচ পুরোটা বহন করেছেন সেহেতু সংকলনটির কিছু কপি বিক্রি করার চেষ্টা চলছে। তাই আমাদের ইচ্ছাপূরণ সম্ভব হলো না বিধায় আমরা সবিশদ দুঃখিত।

০৪. সংকলনটিতে আমরা ১৩০জন কবির দুইটি (চূড়ান্ত ফাইল থেকে ট্রেসিং না করার কারণে কবি শিমুল সালাহ উদ্দিনের একটি কবিতা ছাপা হয়েছে) করে কবিতা প্রকাশ করেছি। আমাদের সময়ের যেই সকল কবি ফেসবুকে আমার সাথে যুক্ত এবং যাদের ফোননাম্বার আমার কাছে আছে তাদের প্রত্যেকের কাছেই ব্যক্তিগতভাবে মেইল এবং ফোনে কবিতা চেয়েছি। অধিকাংশই তাদের কবিতা দিয়েছেন। যারা ব্যস্ততার কারণে আমাদের সংকলনের জন্যে কবিতা দিতে পারেন নি, তাদের কবিতা আমরা মিস করছি এই মুহূর্তে। ০৫. প্রথমস্বর উৎসর্গ পত্র: বিনয় মজুমদার, আমৃত্যু কবিতালগ্ন সারস।

সংকলনটিতে একটি সংক্ষিপ্ত ভূমিকা লিখে দিয়েছেন ষাটের দশকের কবি মুহম্মদ নূরুল হুদা। প্রচ্ছদ করেছি আমি। এবং ১৬০পৃষ্ঠার পেপারব্যাক সংকলনটির দাম রাখা হয়েছে ১০০ টাকা। ০৬. প্রথমস্বর কবিক্রম: আফসানা শারমিন। আলী প্রয়াস।

আল্লাইয়ার। আমজাদ হোসেন। আন্দালীব। অঞ্জন সরকার জিমি। অরণ্য শর্মা।

আরেফীন ছদ্মহীন। আশরাফ মাহমুদ। আসমা বীথি। আতিক বিন সাঈদ। অনিরুদ্ধ অর্বাচীন।

অনুপম কমল। আয়েশা আক্তার। বাসুদেব নাথ। এহসান হাবীব। সুদীপ চৌধুরী।

বিজু সময়। চয়ন চাকমা। শেরাম চীংখৈ। সৈয়দা ডালিয়া। ফারাহ্ সাঈদ।

ফরিদ মজুমদার। ফয়সাল অভি। গায়ত্রী সান্যাল। গোঁসাই পাহলভী। হাসান মাহবুব।

ইফতেখার। ইফতেখারুল ইসলাম। ইকরাম হোসেন। শূন্য আরণ্যক। জাবের।

জেনিফা সুলতানা। কাফি কামাল। কালিদাস কবিয়াল। কনা আকন্দ। কন্থৌজম সুরঞ্জিত।

কৃষ্য কাজী। লিথি চাক। লুসিফার লায়লা। মল্লিক মনন। মানস চাঁদ।

মেঘনাদ। মিশুক এহসান। মোহিত সোহাগ। ময়নালী। মুক্তি মণ্ডল।

নির্লিপ্ত নয়ন। নিজাম উদ্দিন। সোহেল মাহমুদ। নির্ঝর নৈঃশব্দ্য। প্রণব আচার্য্য।

প্রবাল দ্বীপ। প্রদীপ পরি। রাসেল। রায়েহাত শুভ। রাজীব দত্ত।

রাজীব কুমার। রিফাত হাসান। রুবেল শাহ। রুদ্র অনির্বাণ। রুদ্র শায়ক।

সবুজ তাপস। সাইদুল ইসলাম। সৈকত দে। সালাউদ্দীন খালেদ। সৈয়দ আফসার।

শফিকুর রহমান। সুস্মিতা রেজা খান। শান্তনু শান্ত। শারজিতা দিশা। আব্দুল্লাহ হোসাইন।

শিমুল ভট্টাচার্য্য। সৌরভ পথবাসী। সিফাত রিজওয়ানা। শিমুল সালাহ্উদ্দিন। সাদিকা রুমন।

কৃষ্ণ তরুণ। শ্রাবণী সেন। ওয়াহিদ সুজন। সৈয়দ সাখাওয়াৎ। যামিনী কবিয়াল।

শুচি রহমান। সৌম্য সরকার। মানিক বৈরাগী। তারেক আহসান। চানক্য বাড়ৈ।

ইকতিজা আহসান। ফেরদৌস মাহমুদ। মাদল হাসান। মাসুদ পথিক। মোস্তফা হামেদী।

রাশেদ শাহরিয়ার। দিদার মালেকী। মাহফুজ রিপন। বহ্নি কুসুম। নাভিল মানদার।

রাজীব আর্জুনি। আজাদ আলাউদ্দিন। তুহিন তৌহিদ। শামীম আক্তার। নুপা আলম।

শামীম সিদ্দিকী। জুয়েল মোস্তাফিজ। নিতুপূর্ণা। মামুন খান। মাহমুদ শাওন।

অচিন্ত্য চয়ন। অরবিন্দ চক্রবর্তী। মাসউদ শাফি। সনোজ কুডু। সাদিক মোহাম্মদ।

কাজী সোহেল। শাকিল সারোয়ার। পাভেল মাহমুদ। শারদুল সজল। ঝুমা চৌধুরী।

সেলিম মেহেদী। নিলয় রফিক। ফারহান ইশরাক। শাকিল মাহমুদ। মনির ইউসুফ।

জামিল জাহাঙ্গীর। রহমান মুফিজ। শহিদুল ইসলাম। ০৭. প্রথমস্বর পাওয়া যাচ্ছে: ঢাকায় আজিজ সুপার মার্কেটের বাংলার মুখ এবং জনান্তিকে। রিয়াজ, ৩৪১ বিশ্ববিদ্যালয় মার্কেট (দ্বিতীয়তলা)।

মনির ইউসুফ, রাইটার্স ক্লাব, নবাব হাবিবুল্লাহ রোড, শাহবাগ। চট্টগ্রামে পাওয়া যাচ্ছে, চেরাগীপাহাড়ের নন্দন এবং বাতিঘর। ০৮. আমরা কখনোই মনে করি না ১৩০জনের বাইরে কোনো কবি নেই প্রথমদশকে। হাজার হাজার কবি আছেন। এবং বিভিন্ন প্রান্তে তারা দীপ্র অবদান রাখছেন।

তাদের সবাইকে একমলাটে করার ক্ষমতা আমাদের নেই। এটা আমাদের সীমাদ্ধতা। আরো সংকলন বের হবে। আর তারা প্রকাশিত হবেন। প্রথমস্বর কবিতা সংকলনে অযাচিত ভুল এবং অসঙ্গতির জন্যে আমরা সংকলনের কবি এবং প্রিয় পাঠকের কাছে ক্ষমা প্রার্থী।

কবিতা ও সুন্দরের জয় হোক।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।