অনেক দিন পর আদা আর রসুন কিনতে গিয়ে আমার মাথা খারাপ হওয়ার যোগার। গতকাল বাজারে গিয়ে এককেজি আদার দর করলাম। দোকানদার বললো ৬০ টাকা। আদা ১২০ টাকা। তো একপোয়া আদা আর একপোয়া রসুন নিয়ে টাকা দেয়ার সময় মাথায় হাত।
আমি মনে করলাম এক পোয়া রসুন ১৫টাকা আর একপোয়া আদা ৩০টাকা মোট ৪৫ টাকা। কিন্ত দোকানদার বলছে রসুন ৪০টাকা আর আদা ৩০ টাকা মোট ৭০ টাকা দেন। আমি আর কিছু না বলে ৭০টাকাই দিয়ে দোকানদারকে বললাম মানুষ কি করে খাবে। দোকানদার বললো দাম বাড়লে নাকি মানুষ আরো বেশী খায়। আমি বিশ্বাস করতে পারলাম না।
এদিকে হলুদের গুড়ার দাম জিজ্ঞাসা করলাম। বললো ৩০০ টাকা কেজি। এবার আর কেনার সাহস হলো না। বউকে মোবাইল করে জিজ্ঞাসা করলাম হলুদের গুড়া আছে নাকি। মনে মনে আল্লাহ আল্লাহ করছিলাম যেন বলে আছে।
তাই হলো। বউ বললো আছে। এ যাত্রায় বেঁচে গেলাম।
এই ডিজিটাল সরকার নিত্যপণ্যের দাম কোথায় উঠাবে আল্লাহ জানে। বেতন এক টাকাও বাড়েনি।
প্রতিদিন বাজারে গেলেই শুনতে হয় এটার দাম বেড়েছে ওটার দাম বেড়েছে। জানিনা মধ্যবৃত্ত পরিবারগুলো কিভাবে সংসার চালাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।