কবি
তোমার মত লিখতে পারিনা বলে আমার কোনও অভিমান নেই।
লিখতেও চাইনা।
লিখলেই তুমি যদি হারিয়ে য়াও আমার মনের কোন থেকে!
আমার মন আমার আত্মা। কোনও কোনোও সময়। আমি বুঝি।
বুঝতে পারি, তুমি আর আমি এক । যখন তোমার লেখা পড়ি। অন্য সময় নয়। এমনকি তখনও নয় যখন আমি উপলদ্ধি করি আমিও এই পৃথিবীমাতার এক অনবদ্য সৃষ্টি আর সবার মতই।
আমি তোমার লেখা পড়তে পড়তে লীন হয়ে যাই আমার নিজের মধ্যে
।
ভুল বুঝোনা কবি আমাকে । কবিরা। কবিগন।
আমি কি চেয়েছিলাম ? কি চেয়েছি আজন্ম আমার জন্মদিন থেকে? প্রশ্ন জাগে। অখন্ড নীরনতায় সমস্ত সন্তুস্টি নিয়ে পৃথিবী আমার সামনে আজ দাড়িয়ে ! কি নাই আমার ! সেই কবে হারকিউলিসের মত নিয়েছি এই পৃথিবীর ভার!! কত দিন হোলো আজ ! কতদিন ! !
এই পৃথিবী ! গোটা পৃথিবী আমার , সেই দিন থেকে ।
সমস্ত আমার।
তবু তুমি জেগে ওঠো , কবি , তুমি, এক অজানা গানের প্রাণে।
সেই প্রাণ ,
সেই প্রাণ একান্তই আমার ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।