রক্তে আমার বিষের নেশা, উৎফুল্ল আমার চেতনা, প্রতিরোধের পালা এবার, মুখবুজে আর সইব না...
এই গানটি কার গাওয়া বা কোন অ্যালবামের গান আমি জানিনা বাট গানটি আমি প্রথম শুনি "এক্স ফ্যাক্টর" নামক টেলিফিল্মে। যাই হোক ভাল লেগেছিল গানটি তাই গীটারে তুলেছি। এখন আপনাদের সঙ্গে শেয়ার করলুম। কেমন লাগল নিশ্চই জানাবেন...
Cm-------------------------
তোর জন্য আমি বন্য
Fm-------------Gm
মাতাল অনুভব জুড়ে
Cm---------------------------------
সব শুন্য শুধু দৈন্য
Fm-------------Gm
তুই নিখোঁজ অচিন পুরে
Cm---------------------Fm-----------Gm
শপথ নিলাম তোকেই রানি করব নিশ্চই এ রাজত্বে
Cm------------------ Fm------------Gm
খুজে দেখিস আমার মত পাবি না কেউ স্বর্গ মর্তে
D#-----------------------------Gm
দেখেছি যা দেখার ছিল এই মনের আয়নায়
Fm-------------------------Gm
অবিরত আনাগোনা বৃথা সে কি হ্য়
D#-------------------------------Gm
আমি ভেবে ভেবে মরি তোর মনে আছে কি
Fm------------------------Gm
দিশেহারা আমি যে তোর প্রেমে পরেছি
D#-----------------------Gm
অভিমানে দুরে আমি হারাবো যখন
Fm--------------------- --Gm
ভালবাসার মৃত্যু হলে কোরনা বারন
বাদবাকিটা মোটামুটি এক।
বয়জ্যেষ্ঠরা আমার প্রনাম নেবেন, এবং বন্ধু ও ছোটরা জন্য রইল শুভেচ্ছা ও ভালবাসা...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।