আমাদের কথা খুঁজে নিন

   

এক প্রতিবাদী ছাত্রী



ভিভাবকরা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আইরিন সুলতানার (১২) বিয়ের তারিখ নির্ধারণ করেছেন আগামীকাল। এদিকে বিয়ে বন্ধ ও জীবনের নিরাপত্তা চেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে আবেদন করেছে আইরিন। জানা গেছে, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি গ্রামের আবুয়াল মোল্লার মেয়ে আইরিন সুলতানার বিয়ে ঠিক হয় পার্শ্ববর্তী দুর্গাপুর গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে বাবুল মোল্লার (২২) সঙ্গে। বিয়ের মধ্যস্থতাকারী ইয়াছিন মেম্বার বলেন, উভয় পক্ষের অভিভাবকরা মিলে বিয়ের দিনক্ষণ পাকাপাকি করেছেন। এখন শুনছি মেয়ে বিয়েতে রাজি নয়। তেলজুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরারীমোহন রায় বলেন, 'মেয়েটি মেধাবী ছাত্রী। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা উভয় পক্ষকে বিয়ে বন্ধ করার জন্য বলেছি। তারপর বিয়ে বন্ধ না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।