আমাদের কথা খুঁজে নিন

   

লিরিক-১১



হলো না দেখা বন্ধুরে আঁধার চারিদিকে কালো কালো আঁধার হলো না দেখা বন্ধুরে ও মুখ তোমার। (২) (।।) আঁধারের গায়ে আঁধারের ছাপ তোমায় দিলাম অভিশাপ (২) কৃষ্ণকলি তুমি প্রতিচ্ছবি অমাবশ্যার হলো না দেখা বন্ধুরে ও মুখ তোমার। (২) (।।) পূর্ণিমা রাতে চারিদিকে সুখ আমার বুকে দুখ (২) সর্বগ্রাসী তুমি কাল বোশেখী ঝড় হলো না দেখা বন্ধুরে ও মুখ তোমার। (২) (।।) .......................... সেবু মোস্তাফিজ অর্চি মিডিয়া সেন্টার প্রজাপাড়া পীরগঞ্জ-রংপুর রাত ৩ টা ৪৫ মিনিট ১৮/০৭/২০১০ইং


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।