তুমি জেনেছিলে মানুষে মানুষে হাত ছুঁয়ে বলে বন্ধু; তুমি জেনেছিলে মানুষে মানুষে মুখোমুখি এসে দাঁড়ায়, হাসি বিনিময় করে চলে যায় উত্তরে দক্ষিণে; তুমি যেই এসে দাঁড়ালে - কেউ চিনলো না, কেউ দেখলো না; সবাই সবার অচেনা।
আসুন, আমরা একটা প্রোগ্রাম করি যার অংশ হবে আমার শিরোনাম ... যেখানে পারফরমার হবে কুয়েটের স্যার-রা , আয়োজনে থাকবে বহিরাগত মহামানবেরা আর দর্শক হবে ৩ বছর ৮ মাসে জন্ম নেয়া কিছু বেজন্মা।
ছাত্রহল চাওয়া, বর্ধিত ফি কমানো, দুষ্কৃতিকারীর বিচারের দাবি নিয়ে যারা এগিয়ে এসেছিলো, তারা নাকি ক্যাম্পাস থেকে বিচ্ছিন্ন! তারা নাকি ক্যাম্পাসে অস্থিরতা তৈরী করে! তারা coloured !!!
ঠিক আছে... যন্ত্রকৌশল '০৮ বিচ্ছিন্নতা , অস্থিরতায় বর্ণিল ... কোনো সমস্যা নেই। ০৬, ০৭ , ০৯ , এমনকি স্যারেরাও যদি লাঞ্ছনার শিকার হয়, তবে আমরা বিচ্ছিন্ন-ই থাকবো। শুধুমাত্র এবং শুধুমাত্র যন্ত্রকৌশল '০৮ এর সমস্যাই আমাদের সমস্যা। তবে এটা ঠিক, যন্ত্রকৌশল '০৮ তাদের সমস্যা সমাধান করবে বিচ্ছিন্নভাবেই .... we r one on one, right from now ... we have no bro, no teacher ... we have us ! hail MECHA 2k8 , hell others ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।