শুভ্রতায় ভরে উঠুক চারিপাশ......
আজ একটা দারুন experience হল..। ভাবলাম এটা সামুতে শেয়ার করি...।
বিকেলে new market থেকে বাসে উঠেছি এমন সময় ৩ টা foreigner হাটতে হাটতে bus এর কাছে আসল, most probably europian হবে..২ টা মেয়ে, ১ টা ছেলে.. হেল্পারকে কি যেনো বলল। হেলপার বুজতে না পেরে আমাকে বলল--মামা একটু দ্যহেন তো কৈ যাইবার চায়?
আমি উকি দিলাম দরজা ধরে : where do u wanna go?
ছেলেটা বলল: প্যাসট উপিচ...ততক্ষনে ও কয়েকবার মামাকে বলে বিরক্ত।
বললাম: sorry?
বলল: প্যাসট উপিচ, প্যাসট উপিচ...জ্যান্যারিল প্যাসট উপিচ। এবার ওর চোখ-মুখ হল দেখার মত...যতটা পারলো স্পষ্ট করার try করল।
আমি ততক্ষনে guess করছি; বললাম: national museum? passport office??
ও আবার বলল: জ্যান্যারিল প্যাসট উপিচ...জ্যান্যারিল প্যাসট উপিচ...
আমি ততক্ষনে বুজতে পারলাম, general post office.....বোলতে যাব, এর মধ্যেই ও বলল: didnt u ever go to school?
এটা একবারেই বুঝতে পারলাম!!!....মেজাজ তরাক করে উঠল...
মনে হল ওর গালের মধ্যে দেই ২ টা চটাস করে....পরেই ভাবলাম--এমনিতেই তো হাজরও বদনাম করবে দেশে ফিরে, থাক...।
তবে মেজাজ ঠান্ডা হল না;
বললাম: I DO go to school....its u who cant make urself clear...its not প্যাসট উপিচ, its পোস্ট অফিছ্...
আরও কিছু বলব করে, সিগনাল ছেরে দিয়েছে ততক্ষনে....উকি দিয়ে শুধু বললাম: there's no direct bus route from here, u should pick a rickshaw from there......
ওকে বলতে শুনলাম: i say 20.....they say 50....(bir bir bir bir).....
আমি তো ওর চৌদ্দগুষ্টি উদ্ধার করতে করতে আসলাম....ও যে কি করল আমার, তা ওই জানে.....
শালা ফিরিঙ্গি......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।