আমাদের কথা খুঁজে নিন

   

"থৈ থৈ স্নানে বিশুদ্ধ যাত্রার আহবানে"

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
মধুর গোলাপের চোখ ঝলসানিতে স্মৃতির কার্ণিশে বসন্তকালের অপমৃত্যু। দোয়েল-কোয়েল আরও কত শত নাম না জানা সুখ পাখির নীরব প্রস্থান। দুর্বলতার চাদরে ঢাকা হৃদয় পুরে অসুরের রাক্ষসী আগমনে প্রতিশ্রুত ভাবনাগুলোর পলায়ন। উদভ্রান্ত দখিনা বাতাসের বিভৎস চিৎকারে ভেসে আসা দূর মৃত্যুপুরীর শেষ সংবাদ শিরোনামে পরিচিত মুখচ্ছবির সরব উপস্থাপন। প্রভাতী ফুলের ঝরে যাওয়া পাপড়ীগুলোতে হিংস্র পোকার নগ্ন উল্লাস।

জীবন্ত আগুনে পুড়ে পুড়ে খাঁক হয়ে যাচ্ছে আত্মার নিকট কোন আত্মীয়। শক্ত-কঠিন মন পাথরের ন্যায় নিশ্চুপ সয়ে যাচ্ছে অত্যাচারী শাসকের নির্দয় শোষণের উত্তাপ। জীবন নদীর তীরে তিলে তিলে গড়া স্বপ্নীল মূর্তির শরীর ঢেকে রেখেছে শুভ্র কাফনের নির্মম আবরণ। মানবিক চাহিদাগুলোর ক্রমশ মৃত্যুতে চারিপাশে অস্থিরতার উঁচু উঁচু পাহাড়ের সরব উপস্থিতি। অন্ধকারের কালো রাক্ষসটি ধীরে ধীরে গিলে খাচ্ছে খামারের সব পরিচিত পশু-পাখির কাঁচা মাংসালো শরীর।

পুব আকাশের কোনে এক খন্ড মেঘ মুচকি হেসে জানান দিচ্ছে যে, সময় আর বেশি বাকি নেই.........গুছিয়ে নাও। ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।