আমাদের কথা খুঁজে নিন

   

মুট কোর্ট চলছে......

বাংলাকে ভালোবাসি

আমাদের মুট কোর্ট চলছে। মুট কোর্টের এ পর্যয়ে আমাদের বিভিন্ন কোর্ট এ নিয়ে গিয়ে হাতে কলমে শেখানো হচ্ছে। কিভাবে আমরা মক্কেল দের সাথে আচরন করব কিভাবে আদালতের কার্যক্রম চলে, কিভাবে অর্ডার-ডিক্রি দেওয়া হয়, কি ভাবে সমন জারী করা হয় ইত্যাদি। আজ আমদের ঝিনাইদহ কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল। ওখানকার ৪ জন সাব-জজ আমাদের ভারসিটির প্রাক্তন ছাত্র।

ভাইয়েরা যে এতোটা সাহায্য আমাদের করেছেন তা কল্পনাও কখনো করি নাই। কি ভাবে পড়াশুনা করলে আমরা জজ হতে পারবো সে বিষয়ে অনেক আলোচনা করলেন। আমাদেরকে এজলাসের মধ্যে বসিয়ে কেস কিভাবে চলে তা দেখালেন। আমাদের সারাটা দিন খুব কাজের মধ্যে রাখলেও এমন একটা জিনিষ আমাদের মনের মধ্যে ধুকিয়ে দিয়েছেন যে আমাদের জীবনের এই সন্ধিক্ষে খুবই প্রয়োজন ছিল। আর সেই জিনিষটা হল আমাদের মনবল অনেকখানি বাড়িয়ে দিয়েছেন।

অনেক কিছু লেখার ইচ্ছা ছিল কিন্তু আজ খুবই ক্লান্ত তাই সারাংশেই শেষ করলাম। আর একদিন বিস্তারিত লিখব। আমার ব্লগ এর লিংক আমার আইনের ব্লগ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।