আমাদের কথা খুঁজে নিন

   

দেশ ও দশের কথা

অরণ্যতে অন্ধকার আকাশেতে আলো।...খুঁজিতেছি কোথা তুমি, কোথা তুমি।

দেশ নিয়ে ভাবনা যত, তার চেয়ে ভাবনা আমার দশকে নিয়ে শত। দশকে নিয়ে ভাবার এত কারণ? কারণ, দশকে নিয়ে দেশ, তা-ই যদি হয় শেষ! কি লাভ হবে দেশের বেঁচে থেকে? হুদাই গণতন্ত্রের ধুলো মেখে! আরও আছে ভাই! দশের লাঠি একের বোঝা মনে রাখা চা--ই। দশকে যদি করতে পারেন জড়ো, নেতা আপনি হতেই পারেন বড়। দেশের মানুষ ঘুমালে যে দেশ ঘুমিয়ে যায়! দেশে তখন সৈরাচারের সাহস বেড়ে যায়! এরুপ যদি হয় কভু ভাই দশা, শাষকের ভয়ে কাপতে থাকে মাছি এবং মশা। দেশকে ভাবার আগে ভাবুন দশের কথা, এটাই আমার আশা। সবার প্রতি রইল অনেক ভালবাসা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।