যখন রোদ ছিলো তখন বৃষ্টি ছিলনা
ছিলনা তখন ঘরভাঙ্গা ঝড়,
তখন ভালোবাসায় কোন খাদ ছিলনা
ভাবিনি তুমি হবে কখনো পর।
যখন প্রেম ছিল তখন ঘৃণা ছিলনা
ছিলনা তখন প্রেমহীন কোন দৃষ্টি,
চাওয়ায় তখন বিশ্বাস ছিল
ভালোবাসায় ছিল পাওয়ার বৃষ্টি।
যখধ আশা ছিল তখন দুঃখ ছিলনা
ছিলনা তখন কষ্টের কোন দিন
ভালোবাসায় তখন স্বপ্ন ছিল
শুনিনি তখনো বিরহের কোন বীন।
যখন চাঁদ ছিল তখন সূর্য্য ছিলনা
ছিলনা তখন বৈশাখের কালরাত্রি
যখন জোছনা ছিল আকাশ ভরা
ছিলনা তখন দুঃস্বপ্নের কোন যাত্রি।
যখন তুমি ছিলে তখন কষ্ট ছিলনা
দুচোখে ছিলনা কোন কান্না
ভালোবাসায় তখন মগ্ন ছিলাম
ভাবিনি কখনো দুচোখের জলে হবে বন্যা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।