তোমাদের মাঝে কি কেউ আছে বন্ধু আমার
অনেকেই লম্বা সিরিয়াল দেখতে পছন্দ করেন। ফ্রেন্ডস, প্রিজন ব্রেক এই সিরিয়ালগুলো অনেককেই নাওয়া খাওয়া বাদ দিয়ে দেখতে দেখেছি। একবার দেখতে বসলে শেষ না করে ওঠা খুব কষ্টকর। এরকমই একটা কমেডি সিরিয়াল হল হাউ আই মেট ইয়োর মাদার (How I Met Your Mother )।
কাহিনী সংক্ষেপ:
শুরুতেই দেখানো হয় নাটকের অন্যতম চরিত্র টেড মোজবি ২০৩০ সালে তার ছেলে-মেয়ে কে একটি গল্প শোনায়।
গল্পের বিষয়বস্তু হল কিভাবে সে তার স্ত্রীর সাথে পরিচিত হয়েছিল। গল্প শুরু হয় ২০০৫ সালে। তখন সে ছিল ২৭ বছর বয়সী একজন স্থপতি। কলেজ বন্ধু মার্শাল ও লিলি সহ তারা নিউইয়র্কের একটি এপার্টমেন্টে থাকত। এই সিরিয়ালের আরো দুটি উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে বার্নি এবং রবিন।
তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন মজার ঘটনা নিয়ে এগিয়ে যায় গল্প। যারা হাল্কা মেজাজের সিনেমা বা নাটক পছন্দ করেন তাদের জন্য এটি একটি আদর্শ সিরিয়াল।
এখন পর্যন্ত এই সিরিয়ালের মোট পাঁচটি সিজন দেখানো হয়েছে। এটি নেটে বসে অনলাইনেই দেখা সম্ভব। কিন্তু এই অপশনটি আমাদের জন্য না।
টরেন্ট ডাউনলোড করুন এখান থেকে।
সুত্র: উইকিপিডিয়া , ইন্টারনেট মুভি ডাটাবেজ ।
যারা নিয়মিত সিরিয়াল দেখেন, ভাল লেগেছে এরকম সিরিয়ালের নাম ও লিংক দিয়েন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।