আমাদের কথা খুঁজে নিন

   

ইরান-উ. কোরিয়া ইস্যুতে যুদ্ধের হুশিয়ারি ক্যাস্ট্রোর



কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রো গত শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে বক্তৃতাকালে পুনরায় পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ব্যক্ত করেন। ১০ দিনে পঞ্চমবারের মতো জনসমক্ষে তার এই উপস্থিতি। তিনি সেখানে তার এ আশঙ্কার কারণও ব্যক্ত করেছেন। রয়টার্স। স্বাস্থ্য সমস্যার কারণে ৪ বছর একান্ত জীবনযাপনের পর হঠাৎ করেই জনসমক্ষে তার বারবার আসা নিয়ে অনেক প্রশ্নের জন্ম হয়েছে।

ক্যাস্ট্রো তার বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের পরমাণু কর্মসূচির ওপর আন্তর্জাতিক অবরোধ আরোপ করে তবে ভয়াবহ যুদ্ধ অনিবার্য। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর আক্রমণ চালাবে বলে তিনি ভবিষ্যদ্বাণী করেন। ক্যাস্ট্রো ১১৫ জন রাষ্ট্রদূতের সামনে বলেন, 'যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ব্যাপারে কোন সমাধান না পেয়ে দ্বিধায় ভুগছে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছাড়তেও পারছে না, সেখানে থাকতেও পারছে না। ' তিনি আরও বলেন, 'যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের মাধ্যমে সেখান থেকে বেরুতে পারবে না, তাই অস্ত্রেই সমাধান খুঁজবে।

'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।