আমাদের কথা খুঁজে নিন

   

চীর সবুজ সৃতি



মাঝে মাঝে সৃতির কপাট খুলি আলতো করে , মন আমার চীর সবুজ সৃতির মাঝে ঘুরে ফেরে । নষ্ট হয়ে যাওয়া এ শরীরটার সাথে সাথে , মনটাও যেন কেমন নষ্ট হবার পথে । দুরন্ত শৈশব আর আর কৈশর আমার চীর সবুজ । নষ্ট সময়ের স্রোতে ভেসে ভেসে , সব কিছু কেমন যেন নষ্ট হয়ে গেছে । সময়ের নির্যাতনে আমার শিশু মনটা মরে গেছে , এক নিষ্পাপ শীতলতা তার চোখে মুখে ।

বাস্তবতা আমার শৈশবকে হত্যা করেছে । কৈশরের সেই দুরন্ত স্বপ্ন গুলো নেই , হারিয়ে ফেলেছি রঙিন দিনগুলো সেই । আমার কৈশর হারিয়ে গেছে অন্যখানে , মিথ্যেবাদি আগামির প্রলভোনে । আমি আমার কৈশরকে ভালবাসি । জানি এই যৌবন একদিন সবুজ সৃটি হবে , হয়ত আমাকে নির্মল আনন্দ দেবে ।

সময়ের পলকে পলকে বদলায় মত , সামনে এসে দাড়ায় নতুন নতুন পথ । আমি অনভিজ্ঞ কোন পথে যাবো ? নাকি ভুলকে ভালবেসে এক ভুল হয়ে যাবো !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।