সূর্যাস্ত পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাইলাম।
ইতোমধ্যেই আমরা পদছাপ ও কিছু উচ্ছিষ্টের সন্ধান পেয়েছি
লোমের ইতিহাস তো আমাদের জানাই ছিল তবু আমরা কিছু লোমও আবিষ্কার করে ফেলেছি- এখন শুধু গন্ধের অপেক্ষা।
আমরা জ্যোৎস্নাকে ফেলে এসেছি সার সার কাঁটা গুল্মের ভেতর
তক্ষকের ডাককেও পরোয়া করিনি
আমদের অতিক্রম করে গেছে এক ঝাঁক মায়া হরিণ
ভীত, সন্ত্রস্ত
আমরা পা ফেলছি সতর্ক ও নৈঃশব্দের ভেতর।
আমরা সর্বোচ্চ ঔৎসুক্যে চোখ সেঁটে রাখছি
ক্রমশ ধৈর্য্য পলকা হয়ে আসছে
তবু আমরা ঊর্ধ্বাকাশ থেকে বোয়িং নামার মতো কৌতূহলে
দম বন্ধ করে আছি।
অথচ আমাদের প্রতীক্ষাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে
যারা পাশ কাটিয়ে চলে গেল
তারা বুড়ো-ধাড়ি কয়েকটি শৃগাল ব্যতীত আর কিছুই নয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।