আমার জীবনের একটা বাস্তব ঘটনা বলি। সেটা আমার দূর সম্পর্কের একজন মামা। তিনি সরকারী চাকুরী করেন গাইবান্ধায়। তবে কিসে চাকরী করে তা বলা যাবে না। তাঁর অফিসের সময় হচ্চে ৯.৩০টায় কিন্তু তিনি ঘুম থেকে ওঠেন ১০.০০টায়।
তারপর ফ্রেস হওয়া থেকে শুরু করে নাস্তা করতে করতে প্রায় ১১ টা বেজে যায়। তারপর আস্তে আস্তে বাসস্ট্যান্ড যায় সেখানে পান চাঁ খায়। তারপর ১২টায় অফিসে যায়। কিন্তু অফিস ছুটি হয় ৪.০০টায় ওনি আসেন ২.৩০টায়। ওনার অফিসে মোটামুটি সবাই এরকম।
কিছু দিন পর প্রধান অফিস থেকে ওডিট আসবে। সবাই ঠিক মত কাজ করে কিনা তা দেখার জন্য। যে দিন ওডিট আসবে সেই দিন ও তিনি মনে করছেন যে অফিসে তো সবাই আছে একটু পরে যাই। ওনার মত ওনার বড় সবাই এ কথা ভেবে একটু দেরি করে অফিসে গেছে। গিয়ে দেখে এ অবস্থা।
তারপর ওনি আর কি করবে। আমি দেখলাম ওনি একটা দরখাস্ত লেখছেন যে আমার স্ত্রী অসুস্থ ছিল। তাই আমি তাকে হাসপাতালে ছিলাম। তাই আমার আসতে দেরি হয়েছে। পরে ওনার চাকুরীটা রইল কিন্তু ওনার সাথের দুই জনের চাকুরী চলে গেছে।
তারপর ওনি ফোন দিয়ে বলল,ভাগিনা, আল্লাহ মাফ করছে চাকুরীটা যাই নি।
এই হচ্ছে আমার সোনার বাংলার সোনার ছেলেদের অবস্থা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।