আমাদের কথা খুঁজে নিন

   

এই বঙ্গদেশে তঁহাদের প্রভুকে খুজে পাওয়া যাবেনা। তঁহাদের প্রভু থাকেন আটলান্টিকের ঐ পারে !!!!

আমি বাংলায় লিখি...... জনগন যখন কহিলেন হে নেতা সম্প্রদায়গন আপনারা কলহ বিবেদ না করিয়া আলোচনার মধ্যমে কে কতটা নেবেন তা ঠিক করুন তখন তাহারা কর্ণপাত করিলেন না। বরং কলহ বিবাদ চালাইয়া গেলেন। যখনি প্রভু কহিলেন তোমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান কর, তখনি উভয়ে বলিয়া উঠিল আমরাতো আলোচনার টেবিলে বসার জন্য মুখিইয়ে আছি। যদিও তাঁহারা বলেন জনগনেই তাঁহাদের ক্ষমতার উৎস তথাপি প্রভুর মন জয় করার জন্য তারা উভুয়ে সদা প্রস্তুত। আর এই বঙ্গদেশে তঁহাদের প্রভুকে খুজে পাওয়া যাবেনা। তঁহাদের প্রভু থাকেন আটলান্টিকের ঐ পারে !!!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।