আমাদের কথা খুঁজে নিন

   

এত বড় একটা বিষয় মিডিয়ার চোখে পড়েনা কেন !!

এক হিসেবে দেখা যায় জিপি প্রতি জিবি ডাটা সরকারের কাছে থেকে ক্রয় কর মাত্র ৫ থেকে ১৫টাকার মধ্যে কিন্তু গ্রাহকরা পাচ্ছে সেটি ৩০০টাকায় !! প্রতিবাদ জানানোর সময় হয়ে গেছে আর মানা যায় না :-@ এ ব্যপারটি যদি মিডিয়া ফলাও করে প্রচার করে তবে নিশ্চিত ভাবে এটি ভাল ফলাফল বয়ে আনবে। কিন্তু আমি বুঝিনা এত বড় একটা বিষয় মিডিয়ার চোখে পড়েনা কেন !! ১৫ মেগাবাইট কিনতে হয় এখনো ৩৫ টাকা দিয়ে অথচ একই মূল্যে ভারতে ১জিবি দেয়া হয়। কিন্তু আমরা এত অভাগা যে সামান্য সুবিধাও পাচ্ছিনা। আর সরকারের চোখে পড়বে কেমনে? আমার তো মনে হয়না যে সরকারের কোন মন্ত্রী INTERNET জিনিসটা বোঝে বা এ নিয়ে ভাবে। যদিও প্রধানমন্ত্রী ডিজিটাল ডিজিটাল বলে গলা ফাটান।

সরকার শুধু ব্যন্ডউইথ এর দাম কমিয়েই পগারপার হয়ে যাচ্ছে একটু দেখছেও না যে এদিকে অপারেটররা জনগনের উপর কিভাবে চড়াও!! জিপি সবসময় আনলিমিটেড এর নামে ফেয়ার ইউজেস পলিসি লাগিয়ে দিয়ে বেড়াচ্ছে সেই জন্মসূত্রে! ৯৭৭টাকার একটি আনলিমিটেড মাসিক প্যকেজ আছে এদের। শর্ত হচ্ছে ৫ জিবি ইউজেসের পর স্পিড পাবেন দুই কেবিপিস। ভাবেন এতগুলা টাকা দিয়ে কিনতেছেন অথচ ব্যবহার করতে দিতেছে ৫জিবি। বাংলা লায়নও কম যায় না। এগুলা দেখার মত কি কেউ নাই? সচেতন হোন।

সময় এসেছে কিছু করবার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।