আমাদের কথা খুঁজে নিন

   

সামহয়্যারইন-এ চার বছর!

রক্ত চাইলে রক্ত নে, রাজাকার মুক্ত বাংলাদেশ দে...

দেখতে দেখতে চার বছর! অবাক ব্যাপার, সময় যেন কিভাবে চলে যায়। মনে হলো এইতো সেদিন সামহয়্যারে এলাম। আজ প্রায় দশ মাস পরে এলাম। দীর্ঘ এই বিরতির অজস্র কারণ আছে, তবে সে কথায় যাচ্ছিনা। প্রবাস জীবনের হাজারো ব্যস্ততা বলে বোঝানো কঠিন, কেবল প্রবাসী ভাই/বোন-রাই বুঝতে পারবেন।

প্রথম পেইজে ঢুকেই কিছু নতুন নাম দেখলাম। ভীষণ ভালো লাগলো। হাটিহাটি পা পা করে সামহয়্যার অনেকটা পথ চলে এসেছে। ধন্যবাদ সামহয়্যারের সকল কর্মকর্তাদের, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই সফল বাংলা ব্লগ। অভিনন্দন নতুন ব্লগারদের, আশা করছি আপনাদের সবাই ভালো আছেন।

খুব মনে পড়ে, প্রথমদিকে একটা লিখায় সম্ভবত আমি বলেছিলাম, আমি অকারনে লিখতে পছন্দ করিনা, যদিও হাজারো কথা মনের মাঝে উঁকি দেয়, কিন্তু সাধ আর সাধ্যের সমন্বয় খুব কমই হয়। তাই চার বছরের পুরোনো ব্লগার হয়েও আমারা লিখার সংখ্যা অতি নগন্য। ব্যস্ততার কথা আর বলছিনা। একটা কারণে আমি বরাবরই সামহয়্যারের কাছে কৃতজ্ঞ, আমার ব্লগিং নেশাটা সামহয়্যারের মাধ্যমেই শুরু হয়েছিলো। চার বছর পর নেশাটা অনেক বেশী জেঁকে ধরেছে সন্দেহ নেই।

মূলত ব্লগের নেশা থেকেই নিজের সাইট খুলতে হয়েছে, তবে সেখানে নিজের ব্যক্তিগত মতামতের চেয়ে কিছু সুনির্দিষ্ট তথ্যের সমাহার বেশী। সাম্প্রতিক সময়ে আমি আমার নিজের কথাগুলোও বলতে শুরু করেছি। আশা করছি আগামীতে আরো লিখবো। আপনাদের সবাইকে শুভেচ্ছা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।