আমাদের কথা খুঁজে নিন

   

My Hats off to you Muhammad Zafor Iqbal.

II'm not Special, I'm just LIMITED Edιтιση :)

মুহম্মদ জাফর ইকবালের প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধা এবং অভিবাদন। তার লেখা বইগুলো পড়লে সবসময়ই মনটা খুব আশাবাদী হয়ে উঠে এবং জীবনটাকে বড় অর্থবহ লাগে। এত অনুপ্রেরনাদায়ী লেখা এই একবিংশ শতাব্দীতে এসে খুব কম লেখকই লিখতে পারেন। কষ্টগাঁধা দিয়ে তিনি যেভাবে শুরু করে সাফল্যগাঁথা এবং আশাবাদ দিয়ে লেখা শেষ করেন তা সত্যিই প্রশংসনীয়। তার লেখা বইগুলো পড়ে আমার কখনোই একঘেয়েমি লাগে না যেমনটা প্রায়ই লাগে হুমায়ুন আহমেদ সহ অন্যান্য আধুনিক লেখকদের লেখা পড়ে। তাই বলে তারাও যে ভালো লিখেননা তা আমি কখনোই বলবনা। কিন্তু মুহম্মদ জাফর ইকবালের লেখা পড়ে সবসময়ই আমি বেঁচে থাকার অনুপ্রেরনা পাই কিন্তু তার সমসাময়িক অন্য লেখকদের লেখা আমার কাছে নিছকই ভালো সাহিত্য মনে হয়, তার বেশী কিছু নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।