ঘুম-তার্কিক
(-থ্-না-ট-স-)
বাড়ে অন্ধকারে, আহা ধ্রুপদ-খামার,
চোখ বন্ধ, যারে- গাঢ় ভাবছি- তিমির।
নেই চাঁদট কোন- তাই এমনি এলে-
উড়ে মস্ত-বাদুড় এক লর্ড-মেকলে!
আহা নীল-পিরামিড, মমি শুভ্র-প্যাঁচা,
মন-পথান্তে হায়, জ্বলে জোনাক-ধিকি!
আর সপ্তমাকাশ থেকে অনুর্বরা-
আহা একটা তারা- আহ্!-তারার ঝলক-
খসে- যাচ্ছে কোথায়, কোন হ্যাংলা চোখে?
বোধি-পূর্ণ- জ্বলে, অহো বোধের আকাল,
দেখি আগায় সকাল- ভাবি হ্যাংলা কে-সে?
ভূত-পূর্বভূমি, পেল হঠাৎ হাসি-
কে-যে সর্বনাশী ! কে-যে বর্গাচাষী !
বলো পিতার-পীটার, সে যে বিশ্বাসী জন-
দিলো কালোয় কালোয়- সব ঘুম পাড়িয়ে,
কী'বা জানলে বলো, কে-সে খল জুপিটার,
কার ধ্বস্ত দালান, কে ও যাচ্ছে ছেড়ে?
আজো তিরিশ পাখি, খুঁজি মহান সেমূর্গ
ঘোরে সকাল ঘনায়- ঘোরে এই বিলায়েত-
তুমি শুনছো না'কী- মনে শেকল এঁটে-
আজো ভরসা রাখো- মেরী-ম্যাগডালিনে?
আমি সকাল তবু- জেনো সকাল ছিলাম-
এই তিরিশ ঘোরের নীল উড্ডয়নে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।