আমাদের কথা খুঁজে নিন

   

নাহ!! আমার পোষ্ট ভুত আর বাঘ ছাড়া কেউ পড়েনা

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

মনে কতে সাধ ছিল, ছিল কত আশা ব্লগ জমিনে হবে আমারো বাসা কিন্তু হায় বিধি বামপন্থী হয়া গেল, তাও আবার স্ট্যালিনীয়। গুলাগে পাঠায়া দিল আমার স্বপ্ন, আশা বাড়ী। আমি চোখ বন্ধ করে বলতেও পারবো না নারী আমার জন্য নারী...থুক্কি বাড়ী আমার জন্য বাড়ী.... সুন্দরবনে চান্স না পাইয়া ব্লগ জমিনে হাজির হইছে কতিপয় ল্যয়াল বাঘ আর সার্ভার বস্তির ভুতেরা।

সার্ভার বস্তিতে বলে অনেক চাপ তাই তারা বিভিন্ন জায়গায় হামলে পড়তাছে। যেইখানে সুযোগ পায়, যেমনে সুযোগ পায়। আমার বস্তির ভুত বা পলাতক বাঘ নিয়ে কোন হিংসাঘিন্না নাই, কিন্তু যখন দেখি.... ৪ বছর ৪ মাসে আমার ব্লগ মাত্র ২৮০২১ জন লুকরে বিরক্ত করছে তাতে হুতাশ লাগে। আহারে আমার লেখা কেউ পড়ল নারে। তাতেও মনরে বুঝাইছিলাম, ওরে আমার ব্লগের মন.................... চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন তবুও যখন দেখি লেখায় মন্তব্য ১০২ টা পছন্দ করছে ৩৫ জন বাট পড়ছে ৪০ জন তখন... বুকটা ফাইট্টা যায়...বুকটা ফাইট্টা যায় কবিতা লুকে কম পড়ে জানি...তারপরও কিছু হৃদয়বান ব্লগার আছেন যারা উৎসাহ দিয়া যান, কিন্তু সেখানেও... ১২টা মন্তব্য বাট একজনও পড়েন নাই তখন নিজেরে হীণমন্য লাগে.. আহারে!! আমারে করুণা কইরা খালি কমেন্টই দিছে আসলে কেউ পড়ে নাই।

ওহে মাননীয় বাঘ, প্রিয়তম ভুত আপনারা আমারে এইবেলা অন্তত কইয়া যাইয়েন যে আপনারা আসছিলেন খাইছিলেন থাকছিলেন। ঈমানে কই সব উজাড় করে দিব...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।