বাংলাদেশ ভালোবাসি
রাতের আঁধারে এক নীল জোনাকি
মনের আনন্দে বেড়ায় ঘুরে একাকী
ছোট ছোট পাখা মেলে যায় ঝোপ ঝাড়ে,
কি জানি কি আশায় ফিরে বারা বারে।
অঙ্গ জুড়ে আলোর দিপখানি রাখা,
দিনের আলোয় যায় না তাকে দেখা।
অভয়-আশ্বাস ভরা তার দুটি নয়ন,
ভালোবাসার গীত যেন করেছে নয়ন।
অনন্ত জিজ্ঞাসা নিয়ে তারা ভরা রাতে,
নিরবে বেড়ায় খুঁজে চাঁদের আলোতে।
সীমাহীন আকাশে ঘুঁটঘুঁটে অন্ধকার
আনন্দ হাসিতে হয় সে একাকার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।