আমাদের কথা খুঁজে নিন

   

PET SHOP BOYS এর কথা কি মনে আছে?

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

খুব ছোট বেলায় শুনতাম ইউ আর অলওয়েজ ইন মাই মাইন্ড গানটা। ইলেক্ট্রনিক ড্যান্স জেনারার গান গুলো এতটাই অসাধারন মনে হতো যে টেনান্ট আর লুই কে রোবোট মনে হতো। কারন তখন ছোটবেলা থেকেই একটা ধারনা ছিলো একটা ব্যান্ড খুলতে ন্যুনতম ৫ জন লাগে। কিন্তু দুই জনে এতো কিছু বাজায় কেমনে তাও কীবোর্ড আর ড্রামের কাজ অসাধারন।

আজকে পেট শপ বয়েস নিয়ে কিছু লিখবো না, তবে তাদের সকল এলবামের লিংক দেবো। সবাই ডাউনলোড করে তাদের মিউজিকের এক অনন্য স্বাদ নিতে পারেন। উল্লেখ্য ৮৬ সালের দিকে অনেকেই জন্ম নেননি। তবে যারা জন্ম নেননি তারা যদি এটা শুনে না থাকেন তাহলে বলবো সঙ্গীতে এই অসাধারন কিংবদন্তীদের কাজ ভীষন ভাবে মিস করবেন! মার্চের ২৪, ১৯৮৬ সালে রিলিজ পায় প্লিজ এলবামটি। ডাউনলোড লিংক প্লিজের।

এই এলবামের গান সমূহ: 1. "Two Divided By Zero" - 3:32 2. "West End Girls" - 4:41 3. "Opportunities (Let's Make Lots of Money)" - 3:43 4. "Love Comes Quickly" - 4:18 5. "Suburbia" - 5:07 6. "Opportunities (Reprise)" - 0:32 7. "Tonight Is Forever" - 4:30 8. "Violence" - 4:27 9. "I Want a Lover" - 4:04 10. "Later Tonight" - 2:44 11. "Why Don't We Live Together?" - 4:44 এরপর বের হয় একচুয়ালি সেপ্টেম্বরের ৭, ১৯৮৭। ডাউনলোড লিংক একচুয়ালি এলবামের সিডি ১ ডাউনলোড লিংক একচুয়ালি এলবামের সিডি ২ গান গুলো হলো: CD1 1. "One More Chance" - 5:30 2. "What Have I Done to Deserve This?" (with Dusty Springfield) - 4:18 3. "Shopping" - 3:37 4. "Rent" - 5:08 5. "Hit Music" - 4:44 6. "It Couldn't Happen Here" - 5:20 7. "It's a Sin" - 4:59 8. "I Want to Wake Up - 5:08 9. "Heart" - 3:58 10. "King's Cross" - 5:10 CD2 1. "I want to wake up (Breakdown mix)" 2. "Heart (Shep Pettibone version)" 3. "You know where you went wrong" 4. "One more chance (seven-inch mix)" 5. "It's a sin (Disco mix)" 6. "What have I done to deserve this? (Extended mix)" 7. "Heart (Disco mix)" 8. "A new life" 9. "Always on my mind (Demo version)" 10. "Rent (Seven-inch mix)" 11. "I want a dog" 12. "Always on my mind (Extended dance mix)" 13. "Do I have to?" 14. "Always on my mind (Dub mix)" এরপর বের হয় ইন্ট্রোস্পেক্টিভ ১৯৯৮ সালের ১১ই অক্টোবর। ডাউনলোড লিংক ইন্ট্রোস্পেক্টিভের আর গান গুলো হলো: 1. "Left to My Own Devices" – 8:16 2. "I Want a Dog" – 6:15 3. "Domino Dancing" – 7:40 4. "I'm Not Scared" – 7:23 5. "Always on My Mind/In My House" – 9:05 6. "It's Alright" – 9:24 এরপর বের হলো বিহেভিয়ার ১৯৯০ এর অক্টোবরের ২২। ডাউনলোড লিংক বিহেভিয়ারের। আর গান গুলো হলো 1. "Being Boring" — 6:48 2. "This Must Be the Place I Waited Years to Leave" — 5:30 3. "To Face the Truth" — 5:33 4. "How Can You Expect to Be Taken Seriously?— 3:54 5. "Only the Wind" — 4:18 6. "My October Symphony" — 5:18 7. "So Hard" — 3:56 8. "Nervously" — 4:06 9. "The End of the World" — 4:43 10. "Jealousy" — 4:47 এর পরে বের হলো ভেরি ১৯৯৩ সালের ২৭ শে সেপ্টেম্বর।

ডাউনলোড লিংক ভেরী এলবামের! গান গুলো হলো: 1. "Can you forgive her?" – 3:57 2. "I wouldn't normally do this kind of thing" – 3:03 3. "Liberation" – 4:05 4. "A different point of view" – 3:24 5. "Dreaming of the Queen" – 4:20 6. "Yesterday, when I was mad" – 3:55 7. "The theatre" – 5:10 8. "One and one make five" – 3:30 9. "To speak is a sin" – 4:45 10. "Young offender" – 4:50 11. "One in a million" – 3:52 12. "Go West" – 5:00 এর পর বাইলিঙ্গুয়াল ১৯৯৬ সালের ২ সেপ্টেম্বর। ডাউনলোড লিংক বাইলিঙ্গুয়ালের এর গান গুলো হলো: 1. "Discoteca" - 4:37 2. "Single" - 3:48 3. "Metamorphosis" - 4:03 4. "Electricity" - 4:58 5. "Se a vida e (That's the Way Life Is)" - 4:00 6. "It Always Comes as a Surprise" - 6:05 7. "A Red Letter Day" - 5:10 8. "Up Against It" - 4:16 9. "The Survivors" - 4:30 10. "Before" - 4:32 11. "To Step Aside" - 3:48 12. "Saturday Night Forever" - 3:59 এর পর আসলো বাজারে নাইটলাইফ ১৯৯৯ সালের অক্টোবরের ১১ তে। ডাউনলোড লিংক নাইটলইফের গান গুলো হলো: 1. "For Your Own Good" – 5:12 2. "Closer to Heaven" – 4:07 3. "I Don't Know What You Want But I Can't Give It Any More" – 5:09 4. "Happiness Is an Option" – 3:48 5. "You Only Tell Me You Love Me When You're Drunk" – 3:12 6. "Vampires" – 4:43 7. "Radiophonic" – 3:32 8. "The Only One" – 4:21 9. "Boy Strange" – 5:10 10. "In Denial" (featuring Kylie Minogue) – 3:20 11. "New York City Boy" – 5:16 12. "Footsteps" – 4:24 এর পর আসলো রিলিজ এপ্রিলের ১ তারিখে ২০০২ এ। ডাউনলোড লিংক রিলিজের আর এর গান গুলো হলো: 1. "Home and dry" – 4:21 2. "I get along" – 5:50 3. "Birthday boy" – 6:27 4. "London" – 3:47 5. "E-mail" – 3:55 6. "The Samurai in autumn" – 4:18 7. "Love is a catastrophe" – 4:50 8. "Here" – 3:16 9. "The night I fell in love" – 5:50 10. "You choose" – 3:11 এরপর বাজারে আসলো ফান্ডামেন্টাল ২০০৬ মে এর ২২ তারিখে। ডাউনলোড লিংক ফান্ডামেন্টালের এতে গান ছিলো: 1. "Psychological" — 4:10 2. "The Sodom and Gomorrah Show" — 5:19 3. "I made my excuses and left" — 4:53 4. "Minimal" — 4:21 5. "Numb" — 4:43 6. "God willing" — 1:17 7. "Luna Park" — 5:31 8. "I'm with Stupid" — 3:24 9. "Casanova in Hell" — 3:13 10. "Twentieth Century" — 4:39 11. "Indefinite leave to remain" — 3:08 12. "Integral" — 3:53 এর পর বাজারে আসলো ইয়েস ২০০৯ এর ২০ মার্চ: ডাউনলোড লিংক ইয়েস এলবামের 1 ডাউনলোড লিংক ইয়েস এলবামের ২ গান গুলো হলো: CD1 1. love etc. (3:32) 2. all over the world (3:50) 3. beautiful people (3:41) 4. did you see me coming (3:41) 5. vulnerable (4:47) 6. more than a dream (4:56) 7. building a wall (3:49) 8. king of rome (5:31) 9. pandemonium (3:42) 10. the way it used to be (4:43) 11. legacy (6:22) CD2 1. this used to be the future (5:13) 2. more than a dream (magical dub (6:10) 3. pandemonium (the stars and the (5:49) 4. the way it used to be (left of (5:15) 5. all over the world (this is a (5:21) 6. vulnerable (public eye dub) (5:17) 7. love etc. (beautiful dub) (6:23) 8. Gin And Jag (4:32) 9. we're all criminals now (3:55) ২৩ এ মার্চ, ২০১০ এ আসলো প্যানডেমোনিয়াম।

ডাউনলোড লিংক প্যানডেমোনিয়ামের গান সমূহ: 01 - More Than A DreamHeart 02 - Did You See Me Coming 03 - PandemoniumCan You Forgive Her 04 - Love Etc. 05 - Go West 06 - Two Divided By Zero 07 - Why Don’t We Live Together 08 - New York City Boy 09 - Always On My Mind 10 - Closer To HeavenLeft To My Own Devices 11 - Do I Have To 12 - King’s Cross 13 - Suburbia 14 - Se a Vida e - Discoteca - Domino Dancing - Viva la Vida 15 - It’s a Sin 16 - Being Boring 17 - West End Girls এছাড়া আরো কিছু খুচরা এলবামের ডাউনলোড লিংক: Pet Shop Boys Somewhere (CD1) Pet Shop Boys Somewhere (CD2) ১৯৮১ সালের আগস্ট মাসে নেইল টেনান্ট আর রব লুই এর সাথে দেখা হয়ে যায় লন্ডনের চেলসির একটা ইলেক্ট্রনিক্সের দোকানে যেটা কিংস রোডে অবস্হিত। সেখানে কথার পাহকে দুজনেরই ইলেক্ট্রনিক মিউজিকের উপর ইন্টারেস্ট দেখায় এবং ফলশ্রুতিতে তারা চেলসিতে টেনান্টের ফ্লাটে কাজ শূর করে। অসাধারন সেই কাজ পরবর্তী ৩০ বছর মানুষকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে! শুনেন সকলে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।