একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।
নিষিদ্ধ খাদের দিকেই হাটো তুমি_
বিষাদ মগ্ন রঙের লালসায়
কেটে যাচ্ছে ছায়াময়, মায়াময়
বিকেলগুলি !
আমার নিজহাতে গড়া সুকুমার বাগানে
তোমার পদচিহ্ন নেই, কতোজন
মাড়িয়ে গেলো অবারিত প্রান্তর ।
কেবল তুমিই অন্ধকারের মেয়ে
আলো ছেড়ে আঁধারে বাধলে
ঝলমলে ঘর !
আমার বিষন্ন কলতান_
তোমাকে কি করেনি একটুও
আলোড়িত ? ভুল করে হলেও
একবারও কি শুননি
ভ্রমরের গুণ্জ্ঞন ! আমার আলতু
স্বরের ডাক ?
তবে কেন বুকে ধরলে নিখাদ
বিষাদ, আঁধার খাদে
পা বাড়ালে....
তুমি কি জাননা, আলোর
ফেরিঅলা, আধারেই ঝাঁপ দেবে
তোমাকে না পেলে !
লিখন
আগষ্ট-১৫.২০০৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।