View this link
করোনা ত্যাক্ত, আমি যে ব্যস্ত জেল জুলুম আর মামলায়
মোর রোষানলে পড়িয়া মানুষ, ফেসবুক সহ প্রাণ যায়।
সাহারা, জোহরা সাজেদা মতিয়া আছে যত মোর চারপাশে
বিরোধী মতকে দিতেছে ধাতানি, নারকীয় সব উল্লাসে।
কত কাজ বাকি তুমি জান নাকি ? নদীর দখল মুক্ত চায়
আমার মনের জ্বালার চাইতে এসকল কাজ বড় নয়।
নতুন একটা বিমান বন্দর না বানালে আর চলছে না
বঙ্গবন্ধুর নামে যা এখনো জ্বল জ্বল করে জ্বলছে না।
কত ব্যাথা বুকে, পারিনি খালেদাকে ঘরবাড়ি ছাড়া করতে
মনে আছে ভয়, আবার নাজানি হয়, রাজ-ক্ষমতা থেকে সরতে
জিয়া নামে এক বেয়াদব এখনো ঘুমায় মানুষের অন্তরে
পারিনি এখনো মুছে দিতে নাম আহা আহা কত কস্টরে।
মাহমুদ ব্যাটা বেচে আছে এখনো কিযে মুশকিলে পড়া গেল
জেলে দিয়ে তারে ভেবেছিলাম আমি এইবার বুঝি বাচা গেল।
হরতালের আগে মানুষ পুড়িয়ে মারতে করিনি আগে ভয়
সরকারি দল হয়েও এখনো এসকল কাজ করতে হয়।
ছাত্রলীগের সোনামনিদের দিতে পারি নাই মুখে ভাত
অন্যকে না মেরে করিতেছে শুধু নিজেরা নিজেরা রক্তপাত।
হয়নিকো ঘোরা বহুদেশ এখনো কোষাগার উজাড় করিয়া
হে হে হে হে এসব ব্যাপারে আমি নাকি বেশ দিল-দরিয়া।
শুনলে তো সব, কানের গোড়ায় ভ্যান ভ্যান আর করোনা
ভারত মাতার বন্দনা ছাড়া কোন কিছু আর শুনবোনা।
ফের যদি শুনি দেশের কথা তাহলে-তেড়ে মেরে দেব ডান্ডা
ডান্ডার জোরে চালাবো দেশটা তবে হবে দিল ঠান্ডা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।