আমাদের কথা খুঁজে নিন

   

তোর অনুভূতি কী মুন্নী? বান্ধবী আমার (বান্ধবির বিয়ের শোকে স্মৃতি স্মরনি)

মানব সেবা, আর ভবিষ্যৎ মুখী জীবন গড়তে চাই। উগ্রপন্থী, গালাগাল করা মুখ দেখতে চাইনা। আবেগ আপনার মত আমার আছে, তাই আমার মত আপনিও নিয়ন্ত্রন করুন, না পারলে আমাকে ত্যাগ করুন। আমি নমনীয়, আপোষকামী, ঝামেলা মুক্ত সৃজনশীল মুসলমান হয়ে মরতে চাই। তোর অনুভূতি কী মুন্নী? বান্ধবী আমার চাইলে এই কয়েকশত কিলোমিটার দূর থেকে যেতে পারতাম, কিন্তু কেন গেলাম না, সেটা তুই এবং ফিরোজ ভাল ভাবে জানিস।

আমার কোন কথাটা তোর অজানা? প্রথম দিকে তোর, সুমি, মৌসুমি, রত্না, রুমা এই রকম নাম গুলি আমার প্রান সখি রাসনা ম্যাডাম সহ্য করতে পারতোনা, বিশেষ সে কখনো চায় না আমি ২০০৫ এর পরে নতুন করে কোন মেয়ে মানুষের সাথে কাছা কাছি আসি, যত পিরিত করা লাগুক তিনি ছাড়াও শারমিন, মাসুদা, কাজল , হাসি কিংবা ইতি ডার্লিংদের সাথে মাতি তাতে তিনি নির্ভয় থাকবেন। চেষ্টা করেছি তার চাওয়া পুরনে। কিন্তু কোন না কোন ভাবে হয়ে গেল তোর সাথে বন্ধুত্ব। তার সাথে আলাপ করিয়েছি। সব জানার পরে তিনি আর আপত্তি রাখেন নি, দেখেছেন আমি যোগ্য কারো সাথেই বন্ধুত্ব করেছি।

তোর বিয়েতে আমি খুশি, কিন্তু মনের কোথায় যেন একটু খটকা লাগছে। বলতো 1. সেই শহরে গিয়ে বাস বা ট্রেন থেকে নেমে এবার আমি কাকে ফোন দিয়ে জানাবো “ ডার্লিং আসলাম, কাল দেখা হচ্ছে” ? 2. এরপর যখন ঐ মহিলা হোস্টেলের সামনে দিয়ে যাবো আমার চোখ কি আটকাবেনা দোতলার পশ্চিমের সেই শেষ জানালায়?, সেখানে গিয়ে কি আমার পুরান অভ্যাসে তোকে ফোনে দিয়ে বলতে ইচ্ছে করবেনা “ ডার্লিং কোথায় তুই, জানলার কাছে আয়” ? 3. কোন দুপুরে গোসলের পর তোর চুল শুকাতে লোডশেডইং এর কারনে ঐ দখিনা জানালায় হেলান দেয়ার দৃশ্য, কিংবা আমার ফোন পেয়ে আসরের নামাজ শেষে মাথায় হলুদ ওড়না দিয়ে হাতে জায়নামাজ নিয়ে আমার দিকে হাসি মুখে যে ভাবে তাকিয়েছিলি তা ভোলার মত মস্তিষ্ক আমার নারে। দারোয়ানের ঝাড়ি কিংবা হাম্বা টোকাই দের টিজিং এর কারনে কিছুটা সম্মানে আঘাত লাগার ভয়ে মেসের ছোট কোন ভাই, কিংবা তোর বন্ধু ফিরোজ, নয়ন , রানাদের সাথে নিয়ে যেতাম। তাই আমি সেখানে এখনো বেড়াতে গেলে আমার, রাসনার সাথে সাথে তোর খবর ও জিজ্ঞেস করে। এরপরে আমি এরা কি আমাকে তোর মনে করায় দিবে না ? 4. আমি ভুলিনি রে আমার বিরহ পালন করে তোর কাছে ফোন কত কেঁদেছিলাম “ মুন্নি , প্লিজ ওকে একটু বোঝা” ।

বান্ধবী গো, কোনদিন আর মেসির গোল হল চিল্লিয়ে বলবনা ডার্লিং মেসির গোলটা দেখলি, কিংবা এই শালী সাকিব এর ছক্কা দেখা মিস করলি কেন। অথবা হারামি মিসবাহ তীরে এসে তরী ডুবাল।  অবশেষে যা মুক্তি দিলাম তোরে, ল্যাবে কেঁচো, ব্যাঙ কাটার আড়ালে আর কেউ তোর দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকবে না। আর কোনদিন তোকে আমাকে নিয়ে রেজা, আতিক, শাপলা , ফেঞ্চি, বাবলীদের বাঁকা কথা শুনতে হবে না। ওরা না জানলেও তুই তো জানতি আমি তোর ঐ সুশ্রী সুস্মিতা সেন এর মত ভ্রু দেখতেই না শুধু , ঐ ভ্রু জোড়া কিংবা তোর ইরানী কাল বোরকা মাঝে তুই যে আমার নিজের বানানো বান্ধবী, এর আগে পরে যারা এসেছে সবার সাথে চলতে চলতে বন্ধুত্ব হয়েছে।

পরিশেষে বান্ধবী, আমার এই ২৪ বছরের জীবনে যদি প্রাপ্তি কিছু থাকে তার মধ্যে তুই, ইতি , শারমিন দের মত বান্ধবী আর ফিরোজ, নুর দের মত বন্ধু। আমার এই সংঘাতময় জীবনে নিজের রক্তের আত্মীয়রা কিভাবে দূরে ঠেলে দিয়েছে , সেখানে তোদের প্রেরনায় বেঁচে আছি। যদি কখন স্বাদ জাগে এই ভবঘুরে বাউনডুলের হাজারো পাগলামি কোন ব্যবহারের মানে জানতে একটু ভেবে নিস কেন সেই ছেলে রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, চাপাই নবাবগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ থেকে শুরু করে ঢাকা, চট্টগ্রাম কক্সবাজার , বান্দরবন এর পথের প্রায় সব জেলা সব, সব মনে রাখার মত জায়গা থেকে , সব ভাল লাগার, কান্নার সময়, রাস্নার সাথে ঝগড়া পরে, আব্বুর সাথে রাগ করে আসার পরে কিংবা আপার কষ্টের বিষয় গুলো আমার পারিবারিক, ব্যক্তিগত , রাজনীতি , ব্যবসা, উপার্জন , লস, লাভ, ভাল বড় কোন প্রজেক্ট পেলে কেন জানাতাম। মা, বাবার সাথে সাথে শ্বশুর বাড়িতেও এখন ভাল সম্পর্ক তাই এখন তোদের ভুলে থাকতে বেশি খারাপ লাগেনা। জানিনা এই লেখা কোনদিন তুই পড়বি কিনা, আর পড়লে মনে হয় সেদিনের মতই রেগে যাবি আমার উপর যেদিন হোস্টেল গেটে সেন্টমারটিন এর ঐ ছবি গুলো ছিরেছিলাম নয়নদের সামনে যেখানেই থাক ভাল থাকিস।

ভুলে যাস না, বউ আর বান্ধবী অনেক তফাৎ। যদিও আমার বউ আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু তোর স্বামী কিন্তু আমার মত স্মার্ট হলনা। এই চ্যালেঞ্জে হেরে গেলি বস। যদিও আমার বউ এর তুলনা আমি আনছি না । তার পর ও বলে দিলি “ লে তুই আর আমি সুন্দর, ওরা আমাদের চেয়ে অসুন্দর হা হা হা” ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৮০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।