আমাদের কথা খুঁজে নিন

   

WWE ফ্যানদের জন্য পোস্টঃ Daniel Bryan এর WWE Championship হারানোয় ভাল হল নাকি খারাপ



ড্যানিয়েল ব্রায়েনকে WWE Champion করা কি ব্যবসায়িকভাবে ক্ষতিকর হত? হ্যাঁ। আসলেই তাই হত। কারণ, ড্যানিয়েল ব্রায়েন অসম্ভব জনপ্রিয় সুপারস্টার, সেটা ঠিক আছে। চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতাও তার আছে। কিন্তু এই সময়ে তাকে চ্যাম্পিয়ন বানালে কি হত সেটা ভেবে দেখুন।

জন সিনা তো ৪-৬ মাসের জন্য খেলবে না। শেইমাসের ইনজুরি। সিএম পাঙ্কও এখন পল হেইম্যানকে নিয়ে বেশি ব্যস্ত। তাহলে এখন ড্যানিয়েল ব্রায়েন চ্যাম্পিয়ন হলে ওর চ্যালেঞ্জার হত কে? র‍্যান্ডিকে হিসাবে ধরা যায় না। কারণ ও এমনিতেই ছিল MITB উইনার।

ওকে নিশ্চয়ই আবার #১ কন্টেন্ডারও বানানো হত না। সেক্ষেত্রে বর্তমান রোস্টারে কি ভাল কেউ অবশিষ্ট থাকত যার সাথে ড্যানিয়েল ব্রায়েনের মত সুপারস্টারের ফিউড জমত? বিগ শো, মার্ক হেনরি, রাইব্যাক, ক্রিস্টিয়ান, আরভিডি---কেউই ব্রায়েনের সমতুল্য না। তবে মিজ বা কফি কিংস্টন হতে পারত ব্রায়েনের ভাল প্রতিদ্বন্দ্বী। কিন্তু সে তো মাত্র একটা পিপিভি'র জন্য। কিন্তু তারপর? ড্যানিয়েল ব্রায়েন যদি কোন প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই চ্যাম্প হয়ে বসে থাকে, এতে আপনাদের হয়ত সাময়িক ভাল লাগত কিন্তু WWE খুব বেশি ব্যবসা করতে পারত না।

কিন্তু এখন র‍্যান্ডি চ্যাম্পিয়ন হওয়ায় আগামী ৩টা পিপিভি অন্তত নিশ্চিত থাকতে পারেন যে WWE'র স্টোরিলাইন খুব জমবে। র‍্যান্ডির সাথে ব্রায়েনের অন্তত ২টা পিপিভি ম্যাচ হবে, ত্রিপল এইচের সাথে ১টা। এর যেকোনো একটায় যদি ব্রায়েন আবারো হেরে বসে, তাহলে ব্রায়েনের জনপ্রিয়তা বেড়ে যাবে আরও কয়েকগুণ। কারণ সে তো হারবে ওদের চিটিংয়ের শিকার হয়ে! আর তারপর ব্রায়েন যদি চ্যামপ হয়ও, ততদিনে সিএম পাংক বা শেইমাস এসে পড়বে তার সাথে ফিউডের জন্য। আর তারপর ফিরবে সিনা।

এইভাবে ড্যানিয়েল ব্রায়েনকে যদি আর ৩মাস পর চ্যাম্প করা হয়, তবে তাকে নিয়ে স্টোরিলাইন দীর্ঘায়িত করে, তাকে দিয়ে আগামী রেসলম্যানিয়াতে মেইন ইভেন্টিং করানোও সম্ভব। তাহলে ভেবে দেখুন, ড্যানিয়েল ব্রায়েনকে নিয়ে যদি এত সুন্দর কাহিনী সাজানো যায়, তাহলে WWE কেন তাকে এমন একটা সময় চ্যাম্প বানাত যখন তার কোন প্রতিদ্বন্দ্বীই নেই? প্রতিদ্বন্দ্বীহীন চ্যামপকে দেখতে কি WWE Universe পয়সা খরচ করে পিপিভি কিনবে? আর তারা যদি পিপিভি না কেনে, তাহলে WWE ব্যবসাই বা করবে কিভাবে?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।