আমাদের কথা খুঁজে নিন

   

নীল আকাশ



নীল আকাশটার পানে তাকিয়ে অনেকে অনেক রকম সাহিত্য রচনা করেছেন , আবার অনেকে ঐ আকাশের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে প্রকৃতিকে আলিঙ্গন করেছে তাঁর প্রিয়াকে পাশে নিয়ে, আবার অনেকে এক বুক আশা-হতাশা নিয়ে দীর্ঘশ¡াস ফেলে জীবনকে পাল বিহিন নৌকার মতো ভাসিয়ে দিয়েছে অতল জীবন-সমদ্রের গহীনে। আর আমি ঐ নীলাকাশের দিকে তাকিয়ে খুঁজে ফিরি আবদ্ধ খাচার পাখির মতো মুক্তির আস¡াদ । সত্যিই প্রবাস জীবন একটি আবদ্ধ খাচার মতো -- ইচেছ করলেই মুক্ত হওয়া যায় না , ইচেছ মতো সবকিছু পাওয়া যায় না। বিশাল ত্যাগের ভা›ডার নিয়ে এখানে আসতে হয় , অ›তত যারা আমার মতো আÍকেন্দ্রিক। সারাক্ষন শুধু ভাবি কখন দিন ফুরোলে রাত আসবে আবার রাত ফুরোলে দিন আসবে। কবে, কখন ফিরে যেতে পারবো আমার ভালবাসার শা›িতর নীড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।