আমাদের কথা খুঁজে নিন

   

এক শহরের গল্প



আমার শহরের গল্প শোন । এখানে সকাল হয় বেশ কিছু আগে , ইটের বালিশ থেকে শত শত মাথা জাগে । আলোর সাথে সাথে এ শহর বিচীত্র সাজে , যা লুকানো থাকে বোবা রাতের ভাঁজে ভাঁজে । এ আমার জীবন যাপনের শহর । কাক আর কুকুরের সাথে যুদ্ধ মানুষের , জীবনে হিসেবের খাতার জের চোকেনা যাদের ।

শহরকে সুন্দর করে সাজানোর কাজে , শহর ঝারুদার নিজেই ধুলোময় সাজে । আমার হৃদয় এ শহরকে ভালবাসে । নতুন সংবাদ নিয়ে হকার ছোটে , সারা রাতের গ্লানি বেশ্যা মেয়েটির ঠোটে । দুর শহরের অচেনা মানুষ ক্লান্ত যাত্রা শেষে , কোনো এক সড়াইখানা ভালবাসে । সুবহে সাদিক আমার শহরে ।

শহরের উচু মানুষগুলো এখনও ঘুমিয়ে, নিচু মানুষগুলোর ব্যস্ততা জীবন নিয়ে । সুখ যেখানে পালায় মুচকি হাঁসি দিয়ে , তবুও এরা সুখ খুঁজে বেড়ায় বাস্তবতাকে ছুঁয়ে । সূর্য এখনও ওঠেনি আমার শহরে । মসজিদে মসজিদে ফজরের সালাত শেষ , আকাশে পড়েছে সূর্যের সোনালী রেশ । শহরটা ধীরে ধীরে ব্যস্ত হচ্ছে বেশ , আমার শহরের সকালের গল্পটা করি এখানেই শেষ ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।