ইমানের পরীক্ষা হয় সংকট কালে। ইমানের পরীক্ষা দিতে প্রস্তুত থাকুন।
প্রটোকল অফিসারের সামনে রাষ্ট্রদূতের আত্মীয়রা নির্যাতন করেছেন স্ত্রীকে
তৃতীয় স্ত্রীকে নিয়ে ফিরেছেন হাসিব আজিজ
(আমাদের সময়: ১০ জুলাই ২০১০)#
উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসিব আজিজের দ্বিতীয় স্ত্রী ফারিম হাসিব বেবী অভিযোগ করেছেন তিনি তার বাসায় গেলে রাষ্ট্রদূতের আত্মীয়রা তাকে মারধোর করে। টেলিফোনে ফারিম হাসিব জানান, সন্তানদের নিয়ে কোথায় যাবো সে বিষয়ে জানতে বিমান বন্দরে তার সঙ্গে দেখা করতে গেলে তিনি ধোঁকা দিয়ে চলে যান। রাষ্ট্রদূতের উজবেক স্ত্রী আইগুল এসময় তার সঙ্গে ছিলেন।
ফারিম হাসিব বলেন, গত বৃহস্পতিবার উজবেকিস্তান থেকে ফিরে রাষ্ট্রদূত হাসিব আজিজ তার উজবেক স্ত্রী আইগুলকে নিয়ে উত্তরায় নিজের ফ্ল্যাটে উঠেছেন। সেখানে গেলে রাষ্ট্রদূতের মামাতো ভাইয়ের স্ত্রী সায়মা এবং ভাগনে হাসান তাকে মারধার করে তাড়িয়ে দেয়। সারারাত তিনি ব্যাথায় ঘুমাতে পারেননি। তিনি বলেন, যখন হাসিবের আত্মীয়রা তাকে মারধর করছিল তখন সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল অফিসার উপস্থিত ছিলেন। তার কাছে অনুযোগ করেও তাদের প্রহার থেকে রেহাই পাননি তিনি।
ফারিম হাসিব বলেন, তিনি যখন উজবেকস্তানে ছিলেন তখন আইগুল সেখানে বাংলাদেশ দূতাবাসে কাজ করত। উত্তরার ফ্ল্যাটে গেলে সে তাকে চিনতে পারে। উজবেক ভাষায় জিজ্ঞাসা করে বাচ্চারা কোথায় ও কেমন আছে। আমাকে তাড়িয়ে দেবার পর সেখান থেকে বের হয়ে গভীর রাতে উত্তরা থানায় ফোন করলে দায়িত্বশীল কর্মকর্তা থানায় যেতে বলে। আমি থানায় পৌছালে তারা যে আমাকে মারধর করেছে তার মেডিক্যাল সার্টিফিকেট নিয়ে রবিবার সরসারি আদালতে মামলা করার পরামর্শ দেয়।
উল্লেখ্য উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত হাসিব আজিজকে গত এপ্রিলে দ্বিতীয় স্ত্রী ফারিম হাসিব বেবীর অভিযোগের ভিত্তিতে ঢাকায় তলব করা হয়। কিন্তু এরই মাঝে হাসিব আজিজ ১০ জুন আইগুলকে বিয়ে করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।