রাতের আকাশের নগ্নতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কিন্তু পারি না মনের আকাশ দেখতে।
"অমর মুড়ি কাডাল" এর গল্প মনে হয় কম বেশি সবাই জানে। কিন্তু আজ সন্ধ্যায় গোঁফে তেল দিয়ে সত্যি সত্যি কাঁঠাল খেতে বসছিলাম। গোঁফ অবশ্য নেই। তিনদিন পর পর ফেলে দেই।
যা হোক ক্ষেতে ক্ষেতে ১০৫ রোয়া খেয়ে ফেলছি। ক্মপিটিশানের খাওয়া। আমার বন্ধু খেল ৯৫ রোয়া। খাওয়ার সময় বুঝিনিরে ভাই। এখন তো গলা পর্যন্ত হয়ে আছে।
বমি বমি লাগছে। কঠিন অবস্থা। শুয়েও আরাম পাচ্ছিনা। ঘাম ঝরছে।
প্রিয় ভাই ও বোনেরা আমার জন্যে দোয়া ফরমান।
আমি যেন এরকম খাদক আজীবন থাকতে পারি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।