আমাদের কথা খুঁজে নিন

   

মিঠু'স প্যাঁচাল-৫

বাংলা আমার...................

বন্ধু তোরে ডাকি বুকের মধ্যে রাখি বুঝতে কি তুই পারিস আমার ময়না পাখি। কালোর মাঝে সাদা কৃষ্ণের আছে রাঁধা বৃষ্টিতে হয় কাদা ভাইকে ডাকি দাদা। দুঃখে মানুষ কাঁদে স্বপ্নতে বুক বাঁধে গরিব কচু রাঁধে কেউবা দুঃখী সাধে। খোলস পাল্টায় সাপে মানুষ বদলায় পাপে ভয় পেলে কেউ কাঁপে কষ্টে কাঁদে বাপে। যদি কিছু রটে কিছু সত্যি বটে পানি শুন্য গটে চাঁপায় মানুষ পটে। রাতের বেলায় চাঁদে একা একাই কাঁদে বুড়ী'র চড়কা যেনো আঁটকে গেছে ফাঁদে। । -------------------------------- --------------------- ---------- স্বপ্নবাজ মতিউর রহমান মিঠু বনশ্রী, রামপুরা, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।