বৃষ্টি পড়ুক।
শ্রমে ঘামে কামনায়,
আমাদের ভাবনারা রঙধনু রং এ উড়ে যাক
সময়ের যৌথ মুগ্ধতায়।
এক্কা দোক্কা খেলা ছেড়ে বেড়ে ওঠা
জীবনের বয়সহীন বার্ধক্য ছুঁয়ে কেটে যাওয়া
আমাদের এ একক হৃদয়,
ভুলে গেছে, ভুলে যায়, সৃতির আদিম সূর্য্যদয়।
অ থ চ
স্মরনের এক একটি গন্ধ ছুয়ে,
কোন অবুঝ শিশু ও কেঁদে উঠে বলে দিতে পারে
তার ফেলে আসা জরায়ূর পরিচয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।